সোমবার, ৩১ আগস্ট, ২০১৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষে ভর্তির সম্পূর্ণ তথ্য


কুষ্টিয়া অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ (স্নাতক) ভর্তি পরীক্ষা ১৫ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার আবেদন ফরম বিতরণ ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৫ অক্টোবর পর্যন্ত চলবে।
পূর্বের ন্যায় এ বছরও টেলিটকের মাধ্যমে ভর্তি পরীক্ষার ফরম সংগ্রহের আবেদন করা যাবে। তবে এ বছর ভর্তি পরীক্ষার আবেদন ফরমের মূল্য গতবছরের থেকে ৫০ টাকা বাড়ানো হয়েছে।
গত বছর ৩৫০ টাকা এবং ৫০ টাকা সার্ভিস চার্জসহ মোট ৪০০ টাকা নেয়া হয়েছিল। তবে এবছর তা বাড়িয়ে ৪০০ টাকা ও ৫০ টাকা সার্ভিস চার্জসহ নেয়া ৪৫০টাকা নির্ধারণ করা হয়েছে।

এক নজরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যসমূহঃ

ভর্তি পরীক্ষা শুরু হওয়ার তারিখঃ ১৫ নভেম্বর
ভর্তি পরীক্ষা শেষ হওয়ার তারিখঃ ১৯ নভেম্বর
আবেদন শুরু হওয়ার তারিখঃ ১৩ সেপ্টেম্বর
আবেদন শেষ হওয়ার তারিখঃ ১৫ অক্টোবর
আবেদন ফিঃ ৪৫০টাকা
এছাড়া, ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.iu.ac.bd এর পাশাপাশি এখানেও পাওয়া যাবে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন