সোমবার, ১০ আগস্ট, ২০১৫

এইচ.এস.সি পরীক্ষা- ২০১৫ এর ফলাফল পুনঃনিরীক্ষণ

এইচ.এস.সি পরীক্ষা- ২০১৫ এর ফলাফল পুনঃনিরীক্ষণ
যারা এইচ.এস.সি পরীক্ষা-২০১৫ তে অংশগ্রহণ করেছেন এবং এখন তাদের বিষয় ভিত্তিক ফলাফল পুনঃনিরীক্ষা করতে চান, তারা নিম্নোক্ত উপায়ে আবেদন করতে পারেন।

আবেদন শুরু তারিখঃ ১০ ই আগষ্ট ২০১৫
আবেদন শেষ তারিখঃ ১৬ই আগষ্ট ২০১৫

আবেদন করার উপায়ঃ

শুধুমাত্র টেলিটকের যেকোন প্রি-পেইড সিমের মাধ্যমে ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়াঃ

মেসেজ অপশনে গিয়ে লিখুনঃ
RSC<স্পেস>Board Name<স্পেস>(First 3 letter of board)Roll No<স্পেস>Subject Code 
তারপর পাঠিয়ে দিন 16222 নম্বরে। 
ফিরতি এস.এম.এসে আপনাকে একটি পিন নম্বর দিবে এরপর পুনরায় লিখুনঃ 
RSC<স্পেস>Yes<স্পেস>Pin No<স্পেস>Contact No 
তারপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।


বোর্ডের নাম ও এস.এম.এস কোড সমূহঃ


বোর্ডের নাম এস.এম.এস কোড
ঢাকা DHA
চট্টগ্রাম CHi
সিলেট SYL
রাজশাহী RAJ
বরিশাল BAR
যশোর JES
দিনাজপুর DIN
কুমিল্লা CUM
মাদ্রাসা MAD
কারিগরী TEC


আবেদন ফিঃ

প্রতিটি বিষয়ের একেকটি পত্রের জন্য আবেদন করতে খরচ হবে ১৫০ টাকা (এস.এম.এস চার্জ ব্যতীত)। যেমন বাংলা বিষয়ের জন্য আবেদন করলে বাংলা ১ম পত্র ও ২য় পত্র (সাবজেক্ট কোড ১০১ ও ১০২) এর ফি একত্রে কেটে নেয়া হবে এবং এক্ষেত্রে ফি বাবদ ৩০০ টাকা প্রযোজ্য হবে।
বিঃ দ্রঃ একই এস.এম.এসে একাধিক সাবজেক্টে আবেদন করা যাবে। এক্ষেত্রে প্রতিটি সাবজেক্ট কোড এর শেষে কমা (,) ব্যবহার করতে হবে।

২টি মন্তব্য:

  1. Breaking News! SSC Exam Result 2016 will be publish within short time. You can check your result from SSC Exam Result 2016 official website of Bangladesh Education Board. Thanks.

    উত্তরমুছুন
  2. BD Result 24 [All kinds of Education Board News In Bangladesh]

    The Total Solution of Education Circular and Results in BD.

    HSC Result 2016

    Get ongoing most important news about higher secondary school certificate result.

    HSC Result for all years

    Stay with to get valuable education, jobs and result news.

    উত্তরমুছুন