গল্পে গল্পে বাংলা উপসর্গ মনে রাখার সহজ উপায়

উপসর্গ কাকে বলে? যেসব বর্ণ বা বর্ণের সমষ্টি ধাতু এবং শব্দের আগে বসে সাধিত শব্দের অর্থের পরিবর্তন, সম্প্রসারণ কিংবা সংকোচন ঘটায়, তাদের বলা হয় উপসর…

বাংলা সাহিত্যের টুকিটাকি (১ম পর্ব)

১. বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন হলো? উত্তরঃ চর্যাপদ। ২. আরাকান রাজসভার কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবির নাম কী? উত্তরঃ আলাওল। ৩. যুগসন্ধি…

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ

আস্‌সালামুআলাইকুম, প্রাথমিক শিক্ষাসহ দেশের সার্বজনীন শিক্ষা কার্যক্রমকে আরো উন্নত ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর।

মনকে শান্ত রাখতে অবলম্বন করুন ৫টি কৌশল

বর্তমানে সবকিছুই প্রতিদন্ধীতাপূর্ণ হয়ে যাচ্ছে। আর এই প্রতিযোগীতায় অবর্তীর্ণ হয় লাখো মানুষ। কিন্তু জয়ী হয় শুধুমাত্র তারাই যারা প্রয়োজনের মুহুর্তে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে পারে, মনে রাখতে পারে সম্পূর্ণ নিয়ন্ত্রনে।

জানুন সফলতার পিছনে কাজ করা ১২টি গুণ সম্পর্কে

জীবনের সফলতার মুখ কে না দেখতে চায় বলুন? এই সফলতা পাওয়ার জন্যই মানুষ প্রতিনিয়ত সামনের দিকে ছুটে চলেছে। কিন্তু বেশিরভাগ সময়েই সফলতা থেকে যায় অ

সোমবার, ২৯ ডিসেম্বর, ২০১৪

পিএসসি পরীক্ষা- ২০১৪ এর রেজাল্ট প্রকাশ

পিএসসি পরীক্ষা- ২০১৪ এর রেজাল্ট প্রকাশ

আস্‌সালামুআলাইকুম,
বছরের শেষ প্রান্তে এসে ছোট্ট সোনামনিদের মুখে হাসি ফোটাতে চলে এল তাদের কাঙ্খিত পি.এস.সি পরীক্ষার রেজাল্ট।আগামী ৩০ ডিসেম্বর, ২০১৪ তারিখে বেলা ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ফলাফল প্রকাশিত হবে।

এ বছর প্রাথমিক সমাপনীতে ২৭ লাখ ৮৮ হাজার ৫৪৪ জন ও ইবতেদায়িতে ৩ লাখ ১১ হাজার ২৬৫ জনসহ মোট ৩০ লাখ ৯৯ হাজার ৮০৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। গত ২৩ নভেম্বর শুরু হয়ে ৩০ নভেম্বর শেষ হয় এই পরীক্ষা।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ওইদিন সকাল ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেবেন। এরপর সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনের পর পরই এখানে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল পাওয়া যাবে।

প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল দেখুন এখান থেকে

(সংক্ষিপ্ত ফলাফল দেখতে)




 (বিস্তারিত ফলাফল দেখতে)

(বেলা ১২টার পর সক্রিয় হবে)

মোবাইলে এস.এম.এস এর মাধ্যমে ফলাফলঃ
মোবাইলে এস.এম.এস এর মাধ্যমে ফলাফল দেখার নিয়মে কিছুটা পরিবর্তন এসেছে। আগে যেখানে  উপজেলা/থানার কোড লিখতে হত এখন সেখানে উপজেলা/থানার নাম লিখতে হবে। নতুন নিয়ম নিচে দেওয়া হলোঃ
DPE আপনার উপজেলা/থানার নাম রোল নম্বরপাশের বছর এরপর Send করুন 16222 নম্বরে।
উদাহরণ: DPE MANIRAMPUR 34589 2014 Send করুন 16222 নম্বরে।

 


জেএসসি ও জেডিসি পরীক্ষা- ২০১৪ এর রেজাল্ট প্রকাশ

জেএসসি ও জেডিসি পরীক্ষা- ২০১৪ এর রেজাল্ট প্রকাশ

আস্‌সালামুআলাইকুম,
বছরের শেষ প্রান্তে এসে ছোট্ট সোনামনিদের মুখে হাসি ফোটাতে চলে এল তাদের কাঙ্খিত জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা (জেডিসি)'র রেজাল্ট। 

২০১৪ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল আগামী ৩০ ডিসেম্বর মঙ্গলবার প্রকাশ করা হবে। ২১ ডিসেম্বর রবিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০১৪ সালের জুনিয়ার স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র মাদ্রাসা সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা ২ নভেম্বর শুরু হওয়ার কথা ছিল। কিন্তু হরতালের কারণে ২য় দফা পিছিয়ে তা ৭ নভেম্বর শুরু হয়। এবার ৫ ও ৬ নভেম্বরের পরীক্ষাও পেছানো হয়েছে। ১৮ নভেম্বর এই পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও একই কারণে তা ২০ নভেম্বর তা শেষ হয়। এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষায় এবার ২০ লাখ ৯০ হাজার ৬৯২ জন শিক্ষার্থী অংশ নেন।

মোবাইলের মাধ্যমে ফলাফলঃ
গত বছরগুলোর মত এবারেও পরীক্ষার ফলাফল মোবাইলে এস.এম.এস এর মাধ্যমে জানতে পারবেন। আর ফলাফল জানতে আপনার মোবাইলের মেসেজে অপশন থেকে-
জে.এস.সি রেজাল্টের জন্য- JSC <স্পেস>শিক্ষাবোর্ডর প্রথম ৩ অক্ষর <স্পেস>রোল নম্বর <স্পেস>2014 লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
জে.ডি.সি রেজাল্টের জন্য- JDC <স্পেস>MAD <স্পেস>রোল নম্বর <স্পেস>2014 লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
* ৩০ ডিসেম্বর ফলাফল প্রকাশ এর ঘোষণা দেয়ার পর (বেলা ২টার) এস এম এস করুন। এর আগে করলে ফিরতি এস এম এস নাও পেতে পারেন।
* প্রতিটি এস এম এস এর জন্য ২.৩০ চার্জ প্রযোজ্য। 

অনলাইনে রেজাল্টঃ
মোবাইলের তুলনায় অনলাইনে স্বাভাবিক ভাবে একটু দেরিতে ফলাফল দেয়া হয়। আগেভাগে ফলাফল পাওয়া যেতে পারে এমন দুটি লিংক নিচে দেয়া হল-

শুধুমাত্র যশোর বোর্ড এর জন্য লিংকঃ

সকল বোর্ডের লিংকঃ

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪

76 BMA Long Course এ ভর্তি বিজ্ঞপ্তি

 76 BMA Long Course এ ভর্তি বিজ্ঞপ্তি
আস্‌সালামুআলাইকুম,
বাংলাদেশ সেনাবাহিনীতে প্রতিবছরের মত এবারেও তাদের ৭৬ বিএমএ লং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রকাশিত বিজ্ঞাপন অনুযায়ী বিভিন্ন যোগ্যতা ও শর্ত সাপেক্ষে শুধুমাত্র বাংলাদেশী নাগরিক আবেদন করতে পারবেন। 

যোগ্যতা ও শর্তাবলীর বিস্তারিত দেখুনঃ
76 BMA Long Course এ ভর্তি বিজ্ঞপ্তি

আবেদন করার শেষ তারিখঃ
২৪ই শে জানুয়ারী ২০১৫

আবেদন করতে লগ ইন করুনঃ
www.joinbangladesharmy.mil.bd

রবিবার, ১৪ ডিসেম্বর, ২০১৪

জনতা ব্যাংক- নিয়োগ বিজ্ঞপ্তি

জনতা ব্যাংক- নিয়োগ বিজ্ঞপ্তি 
রাষ্ট্রমালিকানাধীন ও বাণিজ্যিক ব্যাংকিং এ স্বনামধন্য জনতা ব্যাংক ২০১৪ সালের শেষ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। গ্রাহকদের উন্নত সেবা আর প্রতিযোগী মনোভাবের কর্মীকে আরো সুবিশাল পরিসরে কাজ করার সুযোগ করে দেয়ার লক্ষ্যে বিদেশের ব্রাঞ্চে কাজ করার সুযোগ সম্বলিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত চলুন এক ঝলক দেখে নেইঃ

পদের নামঃ
এক্সিকিউটিভ অফিসার- ফিনান্স এনালিষ্ট (EO-FA)

পদ সংখ্যাঃ
৪০টি

বেতন স্কেলঃ
১১,০০০-৪৯০×৭-১৪,৪৩০-ইবি-৫৪০×১১-২০,৩৭০ এবং নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধাদি।

আবেদন করুনঃ
জনতা ব্যাংক- নিয়োগ বিজ্ঞপ্তি

আরো বিস্তারিত দেখুনঃ
জনতা ব্যাংক- নিয়োগ বিজ্ঞপ্তি

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০১৪

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (পিইডিপি-৩) পদে নিয়োগ-২০১৪

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (পিইডিপি-৩) পদে নিয়োগ-২০১৪
আস্‌সালামুআলাইকুম,
প্রাথমিক শিক্ষাসহ দেশের সার্বজনীন শিক্ষা কার্যক্রমকে আরো উন্নত ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর। তাই ২০১৪ শেষ হবার আগেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক "সহকারী শিক্ষক- (পিইডিপি-৩)" পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যা কিনা প্রাক প্রাথমিক শিক্ষা কার্যক্রমের অন্তর্ভূক্ত।
এই নিয়োগ রাজস্বভূক্ত এবং বরাবরের মতই অস্থায়ী (ঘাবড়াবেন না, সরকারী সব চাকুরী অস্থায়ী )। 

আবেদনের অযোগ্যতাঃ
পার্বত্য তিন জেলা রাঙা্মাটি, খাগড়াছড়ি ও বান্দরবন- এ বসবাসরত নাগরিক আবেদন করতে পারবেন না।

বয়স সীমাঃ 
১২ই জানুয়ারী, ২০১৫ তারিখ এ ১৮ থেকে ৩০ বৎসরের মধ্যে হতে হবে। প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার ক্ষেত্রে ৩২ বৎসর প্রযোজ্য। 

বেতন স্কেলঃ
ক) প্রশিক্ষণপ্রাপ্ত- ৫২০০-৩২০×৭-৭৪৪০-ইবি-৩৪৫×১১-১১২৩৫/-টাকা।
খ) প্রশিক্ষণবিহীন- ৪৯০০-২৯০×৭-৬৯৩০-ইবি-৩২০×১১-১০৪৫০/-টাকা।

শিক্ষাগত যোগ্যতাঃ
ক) পুরুষদের ক্ষেত্রেঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে নুন্যতম দ্বিতীয় শ্রেণী/বিভাগ/সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রী।
খ) মহিলাদের ক্ষেত্রেঃ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় নুন্যতম দ্বিতীয় বিভাগ/সমমানের জিপিএ সহ উত্তীর্ণ অথবা স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

আবেদন শুরু ও শেষ তারিখঃ
আবেদন শুরু ১ই ডিসেম্বর ২০১৪ (সকাল ১০.৩০ মিনিট)
আবেদন শেষ ১২ই জানুয়ারী ২০১৫ (রাত ১১.৫৯ মিনিট)

আবেদন করতে ক্লিক করুনঃ
প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (পিইডিপি-৩) পদে নিয়োগ-২০১৪
বিজ্ঞপ্তিঃ
প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (পিইডিপি-৩) পদে নিয়োগ-২০১৪


কিভাবে আবেদন করবেন?
প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (পিইডিপি-৩) পদে নিয়োগ-২০১৪

কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা আরো বিস্তারিত জানতে নিচের কমেন্ট বক্সে আপনার মোবাইল নম্বর সহ কমেন্ট করুন।

বুধবার, ১০ ডিসেম্বর, ২০১৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষা ২০১২ এর সময়সূচী।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষা ২০১২ এর সময়সূচী।

আস্‌সালামুআলাইকুম,
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষা আগামী ১০ই জানুয়ারী ২০১৫ হতে শুরু হতে যাচ্ছে। পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি, গাজীপুর কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গত ৭ই ডিসেম্বর এই তথ্য জানানো হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকল কলেজে এই পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে। 

পরীক্ষা শুরুর তারিখঃ
১০ই জানুয়ারী, ২০১৫ [বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে কোন সময় উক্ত তারিখ পরিবর্তন করতে পারেন]

পরীক্ষার রুটিনঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষা ২০১২ এর সময়সূচী।

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০১৪

ঢাকা মহানগরীর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা- ২০১৫

Govt. High School Admission-2015 
আস্‌সালামুআলাইকুম,
প্রথমবারের মত বাংলাদেশ সরকার মাধ্যমিক পর্যায়ে ভর্তি প্রক্রিয়া শুরু করেছেন। এই প্রক্রিয়ার আওতায় আগামী ২০১৫ সালে ঢাকা মহানগরীর ৩২ সারকারী মাধ্যমিক বিদ্যালয়ে সম্পূর্ণ অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পাদিত হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে সারা বাংলাদেশে সকল সরকারী মাধ্যমিক বিধ্যালয় এই প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা হবে। গতকাল হতে শুরু হওয়া এই কার্যক্রম আগামী ১২ই ডিসেম্বর, ২০১৪ পর্যন্ত চলবে। এরমধ্যেই সকল ভর্তি ইচ্ছুক প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন করার পদ্ধতিঃ
১। আবেদন ফরম পূরণের পূর্বেই ফরম-এর মূল্য বাবদ ১৫০/- টাকা যেকোন Govt. High School Admission-2015 কাস্টমার ওয়ালেট থেকে ভর্তি কমিটির Govt. High School Admission-2015 মার্চেন্ট ওয়ালেট ০১৮৫১-২৮৭৯১৫ নম্বরে Payment করতে হবে। এক্ষেত্রে কোন অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে না। ‍
Payment করার পদ্ধতিঃ
Govt. High School Admission-2015
 ২। যে কোন এয়ারটেল, বাংলালিংক, গ্রামীনফোন অথবা রবির Govt. High School Admission-2015 কাস্টমার ওয়ালেট থেকে রাত দিন ২৪ ঘন্টা টাকা Payment করা যাবে এবং যে কোন সময় অনলাইনে আবেদন করা যাবে। ভর্তির আবেদনের শেষ দিন ১২/১২/২০১৪ তারিখের জন্য অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব অনলাইনে আবেদন করার জন্য অভিভাবকদেরকে অনুরোধ করা হলো। 
৩। ফিরতি Govt. High School Admission-2015 SMS -এ প্রাপ্ত ট্রানজেকশন আইডি (TrxID) অনলাইন আবেদন ফরমে ব্যবহার করার জন্য বিশেষভাবে সংরক্ষণ করতে হবে। এই ট্রানজেকশন আইডি (TrxID) পরবর্তীতে ভর্তি সংক্রান্ত বিভিন্ন কাজে ব্যবহার হবে। 
৪। প্রথম শ্রেণিতে আবেদনের জন্য ০১/০১/২০১৫ তারিখে শিক্ষার্থীর বয়স ৫-৭ বছর হতে হবে। 
৫। আবেদন ফরম-এ অভিভাবকের সঠিক ও সচল মোবাইল ফোন নম্বর দিন। শিক্ষার্থী ভর্তির জন্য বিবেচিত হলে এই মোবাইল ফোন নম্বরে SMS Alert পাঠানো হবে। 
৬। শিক্ষার্থী কোটার দাবিদার হলে আবেদন ফরম-এ কোটার জন্য সঠিক অপশন নির্বাচন করুন। ভুলবশতঃ কোটা নির্বাচন করলে এবং পরবর্তীতে কোটায় আসন পেলেও সে ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে। 
৭। যে সকল শিক্ষার্থী কোটায় নির্বাচিত হবে তাদের ভর্তি পরীক্ষার ফলাফলের পরের দিন সকাল ১০:০০ ঘটিকায় স্ব-স্ব বিদ্যালয়ে কোটার স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র সহ সাক্ষাৎকার-এ উপস্থিত হতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হলে তারা ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে। 
৮। আবেদন ফরমে ১৫০ X ১৭৫ পিক্সেল মাপের সর্বোচ্চ ৫০ কেবি সাইজের JPG/PNG ফরম্যাটের রঙ্গীণ ছবি ব্যবহার করতে হবে। 
৯। আবেদন ফরম-এর তথ্য পরবর্তীতে পরিবর্তন করা যাবে না। এ কারনে প্রয়োজনীয় সকল ঘর সতর্কতার সাথে পূরণের পর SUBMIT বাটনে ক্লিক করুন। সাথে সাথেই প্রবেশ পত্র দেখা যাবে। 
১০। প্রবেশপত্র স্পষ্ট প্রিন্ট আউট নিতে হবে। 
১১। পরবর্তীতে প্রয়োজনে প্রবেশপত্রের রিপ্রিন্ট নেওয়া যাবে। এ জন্য “REPRINT ADMIT CARD” বাটনে ক্লিক করুন। 
১২। সর্বোচ্চ মানের সেবা পেতে Mozilla Firefox অথবা Google Chrome ওয়েব ব্রাউজারের আপডেট ভার্সন ব্যবহার করুন। 
Govt. High School Admission-2015
আবেদন করার জন্য এখানে ক্লিক করুন।
 প্রবেশপত্র ডাউনলোডঃ
Govt. High School Admission-2015
প্রবেশপত্র ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
 

বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪

এস.এস.সি পরীক্ষার রুটিন- ২০১৫ (S.S.C Exam Routine-2015)

S.S.C Exam Routine-2015 
আস্‌সালামুআলাইকুম,

অবরোধ ও হরতালের কারণে পরীক্ষার সময় পেছানো হয়েছে।
সেকেন্ডারী স্কুল সার্টিফিকেট বা এস.এস.সি পরীক্ষা-২০১৫ এর রুটিন প্রকাশিত হয়েছে। বাংলাদেশে সর্বমোট ৮টি শিক্ষাবোর্ড রয়েছে। যথাঃ-
১। ঢাকা বোর্ড ২। রাজশাহী বোর্ড ৩। চট্টগ্রাম বোর্ড ৪। সিলেট বোর্ড ৫। যশোর বোর্ড ৬। বরিশাল বোর্ড ৭। মাদ্রাসা বোর্ড ও ৮। কারিগরী শিক্ষা বোর্ড।

ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, যশোর ও বরিশাল বোর্ডের রুটিনঃ
একই দিনে সারাদেশের শিক্ষাবোর্ডগুলোতে একই পরীক্ষা অনুষ্ঠিত হবে। একটি মাত্র ক্লিকেই দেখে নিন পরীক্ষার যাবতীয় রুটিন।






মাদ্রাসা শিক্ষাবোর্ডঃ
S.S.C Exam Routine-2015
কারিগরী শিক্ষাবোর্ডঃ
এস.এস.সি ভোকেশনালঃ
S.S.C Exam Routine-2015

S.S.C Exam Routine-2015

দাখিল ভোকেশনালঃ
S.S.C Exam Routine-2015
S.S.C Exam Routine-2015



রবিবার, ৩০ নভেম্বর, ২০১৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বি.বি.এ (৪ বছর কোর্স) ৭ম সেমিষ্টার রেজাল্ট- B.B.A Fourth Year 7th Semester Result

 
বিবিএ ৪র্থ বর্ষ ৭ম সেমিষ্টার রেজাল্ট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বি.বি.এ (৪ বছর কোর্স) ৭ম সেমিষ্টার রেজাল্ট- B.B.A Fourth Year 7th Semester Result প্রকাশ হয়েছে। বিস্তারিত দেখুনঃ






মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০১৪

মনকে শান্ত রাখতে অবলম্বন করুন ৫টি কৌশল

বর্তমানে সবকিছুই প্রতিদন্ধীতাপূর্ণ হয়ে যাচ্ছে। আর এই প্রতিযোগীতায় অবর্তীর্ণ হয় লাখো মানুষ। কিন্তু জয়ী হয় শুধুমাত্র তারাই যারা প্রয়োজনের মুহুর্তে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে পারে, মনে রাখতে পারে সম্পূর্ণ নিয়ন্ত্রনে। অস্থিরতা আপনার জীবনকে করতে পারে অভিজ্ঞতাময় কিন্তু বেঁচে থাকার ভীতটা তাতে মোটেও মজবুত হয় না। মনটাকে শান্ত করে নির্দিষ্ট লক্ষ্যে পৌছাবার জন্য নিরবিচ্ছিন্ন চেষ্টাই একজন মানুষকে সফলতার পথে বহুদূর অগ্রসর করে। "প্রতিযোগীতায় অংশগ্রহণ" করাটাই আসল বিষয় হলেও প্রতিযোগীতায় জেতা কিন্তু অন্যরকম অনুভূতির অংশ। হারতে মানুষ কখনোই পছন্দ করে না। জেতার সুযোগ পেলে তা হাতছাড়া করে না। আর হারতে হারতে মানুষের মনে বাধে অস্থিরতা।


প্রতিযোগীতার এই অস্থির পরিবেশে মনকে আর শান্ত রাখা সম্ভব হয়ে উঠছে না? মনে হতাশা বাসা বেঁধেছে? কিন্তু এই অস্থির পরিবেশে আপনি নিজেও অশান্ত মন নিয়ে কিছুই করতে পারছেন না? বরঞ্চ আপনার নিজেরই কি শারীরিক দিক থেকে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে? তাই যত কষ্টই হোক না কেন আপনাকে নিজের মনকে শান্ত রাখার উপায় খুঁজতে হবে। চলুন তাহলে মনকে শান্ত রাখার কিছু উপায় দেখে নেয়া যাক। এইসব উপায়ে হয়ত আপনি নিজের মনকে কিছুটা শান্তি দিতে পারেন।



দিন শেষে নিজেকে একটু স্বস্তি পেতে দিন:

সারাদিন ব্যস্ত সময় কাটিয়ে, ঝুঁকি আর সহিংসতার মাঝে দিন পার করে স্বভাবতই আপনার মন অস্থির হয়ে ওঠে। এমন অবস্থায় দিন শেষে বাড়ি ফিরেই টেলিভিশন বা ইন্টারনেট নিয়ে বসবেন না। বরং খানিকটা সময় নিরিবিলি বিশ্রাম করুন, চোখ বন্ধ করে কিছুক্ষণ শুয়ে থাকলেও দেখবেন ভালো লাগছে। ঘরে ছোট শিশু থাকলে তাদের সাথে খেলা করুন বা পরিবারের আপন মানুষদের সাথে গল্প গুজব করুন, আরাম করে খাওয়া-দাওয়া সারুন। আস্তে আস্তে মনের গুমোট ভাবটা কেটে যাবে।



ইতিবাচক চিন্তা করুন:

বর্তমানে যে রাজনৈতিক পরিবেশের সৃষ্টি হয়েছে তাতে ইতিবাচক চিন্তা মাথায় না আসারই কথা। কিন্তু মনে রাখবেন কোন দেশেই সব সময় এক পরিস্থিতি বিরাজ করে না। সময়ের সাথে সাথে পরিস্থিতির পরিবর্তন হবেই। আমাদের দেশে আগে এই ধরনের পরিস্থিতি ছিল না। সময়ের প্রয়োজনে এই পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে। আবার সব কিছু সমাধান হলে পুনরায় দেশের অবস্থা ভালো হবে। এখন যে পরিস্থিতিতে আমরা রয়েছি নেতিবাচক চিন্তা করলে তো আর এই পরিস্থিতির উন্নতি হবে না। সুতরাং ইতিবাচক চিন্তাভাবনা করে মনকে শান্ত রাখতে পারেন।
ইতিবাচক চিন্তা করুন:

খোঁজ খবর রাখুন:

দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ধারনা রাখুন। খোঁজ খবর করুন। নিয়মিত পত্র পত্রিকা পড়ার অভ্যাস করুন। টিভিতে খবর দেখুন। কিন্তু কোন অবস্থাতেই খবর বা সংবাদে আতঙ্কিত হবেন না। খোঁজ খবর রাখার এই মানে নয় যে আপনি প্রতিটি খবরে নতুন করে অস্থির হবেন। খোঁজ খবর রাখার অভ্যাস করুন শুধুমাত্র দেশের কোথায় কি হচ্ছে তা সম্পর্কে জানার জন্য, যদি পরিস্থিতি আরও ভয়ানক রূপ ধারন করে তাহলে শান্ত মস্তিষ্কে তার মোকাবেলা করার জন্য। নিরাপত্তার বিষয়টি একটু নিশ্চিত করা গেলে স্বভাবতই স্বস্তি পাবেন মনে।
খোঁজ খবর রাখুন:

ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার চেষ্টা করুন:

হরতালে বা অবরোধে কিছু ঝুঁকিপূর্ণ জায়গা অর্থাৎ যেসব জায়গায় বোমা ও ককটেল ফাটার ভয় রয়েছে সে সব স্থানে পারতপক্ষে না যাওয়াই ভালো। স্বভাবতই যখন আমরা জানি কোন জায়গা হরতাল বা অবরোধে বেশি ঝুঁকিপূর্ণ সে জায়গার আশেপাশে নিজে বা পরিবারের কেউ গেলে মনে অস্থিরতা কাজ করে। দুশ্চিন্তাগ্রস্থ হয় মন। সুতরাং মনে শান্ত রাখতে চাইলে সবারই ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলাই উত্তম।
ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার চেষ্টা করুন:


মেডিটেশন করুন:

দেশের অস্থির পরিবেশে মনকে শান্ত রাখার সবথেকে ভালো উপায় হচ্ছে মনকে অন্য কাজে ব্যস্ত রাখা। প্রতিদিন সকালে উঠে অন্তত ১৫ মিনিট মেডিটেশন করার চেষ্টা করুন। সকালে মাত্র ১৫ মিনিটের মেডিটেশন সারাদিনের জন্য আপনার মন থেকে অস্থিরতা দূর করতে পারে। এছাড়া যখনই মন অশান্ত হয়ে উঠবে তখনই ৪-৫ মিনিটের জন্য যোগব্যায়াম করুন। এতে তাৎক্ষণিক ফল পেতে পারেন।

মেডিটেশন করুন:

বিনোদনমূলক কিছু করার চেষ্টা করুন:

মনকে অশান্তি থেকে দূরে রাখার জন্য বিনোদনমূলক কাজ করে দেখতে পারেন। গান শুনুন অথবা ভালো কোন চলচিত্র দেখুন। এতে করে কিছু সময়ের জন্য হলেও আপনার মন অন্য কাজে ব্যস্ত থাকবে। এবং দুশ্চিন্তামুক্ত হতে পারবেন খানিকটা সময়। এছাড়া অন্যান্য আরও যে কোন সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারেন মনের অশান্তি দূর করার জন্য।
বিনোদনমূলক কিছু করার চেষ্টা করুন:

বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৪

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ-২০১৪

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ-২০১৪

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০১৪ সালের প্রাথমিক বিদ্যালয়ে "সহকারী শিক্ষক" পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ রাজস্বভূক্ত এবং বরাবরের মতই অস্থায়ী (ঘাবড়াবেন না, সরকারী সব চাকুরী অস্থায়ী )। 

আবেদনের অযোগ্যতাঃ




সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৪

পৃথিবীর সবচেয়ে গোপনীয় এবং রহস্যময় ৫টি জায়গা। যেখানে আপনি চাইলেই যেতে পারবেন না।

পৃথিবীর সবচেয়ে গোপনীয় এবং রহস্যময় পাঁচটি জায়গা, চাইলেও যে জায়গাগুলোতে যেতে পারবেন না কখনোই।
মানুষ বরাবরই কৌতুহলি। পৃথিবী সে চষে বেড়াতে চায়, জানতে চয় সমস্ত অজানারে। কিন্তু চাইলেই কি পৃথিবীর সব গোপনীয়তা ভেদ করা সম্ভব?? উত্তরটা অবশ্যই না। পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেগুলোতে চাইলেও কখনোই যাওয়া যায়না, জানা যায়না কি হচ্ছে সেখানে, আর কেনইবা এতসব গোপনীয়তা?? আজকে এমনি কিছু রহস্যময় জায়গার কথা বলব যেগুলো সাধারণ মানুষের কাছে সবসময় অধরাই থেকে গেছে। সাধারণ মানুষ পরতের পর পরত রহস্যের গল্প বুনে গেছে এগুলো নিয়ে, কিন্তু কূলকিনারা করা হয়নি কোন রহস্যের।
১।এরিয়া ৫১  
যুক্তরাষ্ট্রের নেভাদাই অবস্থিত এই জায়গাটি নিয়ে সারা বিশ্বের মানুষ এখনো একটা ঘোরের মধ্যে আছে। এটি একটি মিলিটারি বেইজ এবং পৃথিবীর সবচেয়ে সিকিউর এলাকাগুলোর একটা। এর এরিয়ার বাইরেও একটা বিশাল এলাকা জুড়ে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। কি করা হয় ওখানে??? পৃথিবীর একটা বিশাল অংশ মানুষের ধারনা ওখানে এলিয়েন নিয়ে গবেষণা করা হয়। অনেক মানুষ এলিয়েনদের সাথে যোগাযোগ করা গেছে বলেও বিশ্বাস করে।
Area 51
এরিয়া ৫১
 ২। ইজে গ্রান্ড শ্রিন : জাপান
জাপানের সবচেয়ে গোপনীয়, পবিত্র এবং গুরুত্বপূর্ণ স্থান। খ্রিস্টপূর্ব ৪ সালে এটি নির্মাণ করা হয় বলে ধারনা করা হয়। জাপানের রাজকীয় পরিবার আর প্রিস্ট ছাড়া এতটা কাল এখানে আজ পর্যন্ত কেউ প্রবেশ করতে পারেনি। এই শ্রিনটি প্রতি ২০ বছর পরে ভেঙে আবার নতুন করে নির্মাণ করা হয়।
কেন এত গোপনীয়তা??? ইতিহাসবিদদের মতে এককালের জাপানিজ সাম্রাজ্যের অনেক পুরনো মূল্যবান নথিপত্র ওখানে লুকায়িত আছে, যেগুলো বিশ্বের সামনে আগে কখনোই আসেনি।
ইজে গ্রান্ড শ্রিন : জাপান
ইজে গ্রান্ড শ্রিন : জাপান
 ৩। ভ্যাটিক্যান সিক্রেট আর্কাইভস
যুগযুগ ধরেই ভ্যাটিকান সিটি মানুষের রহস্যের খোরাক, সেই যীশুর আমলের আগ থেকেই পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ ইতিহাসের সাক্ষী এই ভ্যাটিকান। এটি মূলত একটি লাইব্রেরী। এই জায়গাটিকে storehouse of secret ও বলা হয়। খুব সংখ্যক স্কলারই এই জায়গায় ঢুকতে পারেন তাও পোপের বিশেষ অনুমতি সাপেক্ষে। এখানে প্রায় ৮৪০০০ বই আছে আর এই জায়গাটি প্রায় ৮৪ কিমি দীর্ঘ। ধারনা করা হয় খ্রিষ্টান, মেসনারি, প্যাগান আরও অনেক ধর্ম আর মতবাদের অনেক গোপন ডকুমেন্ট এখানে সংরক্ষিত আছে।

ভ্যাটিক্যান সিক্রেট আর্কাইভস
ভ্যাটিক্যান সিক্রেট আর্কাইভস
৪। ক্লাব ৩৩- ডিজনিল্যান্ড
সারা বিশ্বের মানুষের জন্য ডিজনিল্যান্ড একটি বিনোদনের জায়গা। পুরো জায়গাটিই সাধারণ মানুষের জন্য উন্মুক্ত শুধুমাত্র ক্লাব ৩৩ ছাড়া। খুব খুব রেস্ট্রিক্টেড করে রাখা হয়েছে ওই জায়গাটি। স্বয়ং ওয়াল্ট ডিজনি এই ক্লাবটির প্রতিষ্ঠাতা। খুব আশ্চর্যের ব্যাপার হল আপনি যদি আজকে আবেদন করেন এই ক্লাবটির সদস্য হতেই আপনার প্রায় ১৪ বছর সময় লাগবে।

ক্লাব ৩৩- ডিজনিল্যান্ড
ক্লাব ৩৩- ডিজনিল্যান্ড

 ৫ মস্কো মেট্রো-২
এটি রাশিয়ায় অবস্থিত। পৃথিবীর সবচেয়ে বড় আন্ডারগ্রউন্ড সিটি এইটি। কিন্তু এখন পর্যন্ত রাশিয়ার সরকারের তরফ থেকে কখনই এর অস্তিত্ব স্বীকার করে নেওয়া হয়নি। স্তালিনের আমলে এইটি তৈরি করা হয়েছিল। একটা বিশাল অংশের মানুষ মনে করে এটি ক্রেম্লিনের সাথে fsb headquarter এর সংযোগ স্থাপন করেছে। পুরো একটি শহর এটি অথচ মানুষ এই জায়গায় যাওয়া তো দূরে থাক, এখনো এই সম্পর্কে ভাল করে কিছু জানেই না।

মস্কো মেট্রো-২
মস্কো মেট্রো-২ এর প্রবেশ পথ (সম্ভবত)

শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৪

বাংলা সাহিত্যের টুকিটাকি (১ম পর্ব)


বাংলা সাহিত্যের টুকিটাকি (১ম পর্ব)

১. বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন হলো?
উত্তরঃ চর্যাপদ।

২. আরাকান রাজসভার কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবির নাম কী?
উত্তরঃ আলাওল।

৩. যুগসন্ধির কবি হলেন?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত।

৪. অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক হলেন?
উত্তরঃ মধুসূদন দত্ত।

৫. বাংলা ভাষার ‘ইতিবৃত্ত’ গ্রন্থটি রচনা করেন?
উত্তরঃ মুহম্মদ শহীদুল্লাহ।

৬. বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস রচনা করেন?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

৭. রবীন্দ্রনাথের সাংকেতিক নাটক হলো?
উত্তরঃ ডাকঘর।

৮. জাতীয় কবির রচনা একটি বই?
উত্তরঃ চন্দ্রবিন্দু।

৯. কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্যটি কত সালে প্রকাশিত হয় ?
উত্তরঃ ১৯২২ সালে।

১০. ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

রবিবার, ৩১ আগস্ট, ২০১৪

জনতা ব্যাংক এ নিয়োগ- ২০১৪

বাংলাদেশের  অন্যতম বৃহৎ ও সরকারী বানিজ্যিক ব্যাংক জনতায় এক্সিকিউটিভ অফিসার পদে  নিয়োগের সার্কুলার দেওয়া হয়েছে। সাধারন এক্নিকিউটিভ পদে ১৫৪ ও টেলর পদে ৪৯৪  টি আসনে লোক নেওয়া হবে।

০১.পদ : এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার, পদে ১৫৪ টি আসন।
যোগ্যতা : যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যুনতম ২য় বিভাগ/সমমানের সিজিপিয়ে সহ স্নাতক পাশ। 

০২. পদঃ এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার – টেলর, পদে ৪৯৪ টি আসন।
যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যুনতম ২য় বিভাগ/সমমানের সিজিপিয়ে সহ স্নাতক পাশ।

বয়সসীমাঃ অ-মুক্তিযোদ্ধা ২১-৩০ বছর। মুক্তিযোদ্ধা সন্তান সর্বোচ্চ ৩২  বছর। 

আবেদনের শেষ তারিখঃ ১৪/০৯/২০১৪, 

আবেদন করতে ভিজিট করুনঃ career.janatabank-bd.com

পূর্ণাঙ্গ সার্কুলার দেখুনঃ

জনতা ব্যাংক এ নিয়োগ- ২০১৪

 

শুক্রবার, ২৯ আগস্ট, ২০১৪

জানুন সফলতার পিছনে কাজ করা ১২টি গুণ সম্পর্কে


জানুন সফলতার পিছনে কাজ করা ১২টি গুণ সম্পর্কে

জীবনের সফলতার মুখ কে না দেখতে চায় বলুন? এই সফলতা পাওয়ার জন্যই মানুষ প্রতিনিয়ত সামনের দিকে ছুটে চলেছে। কিন্তু বেশিরভাগ সময়েই সফলতা থেকে যায় অধরা। কিন্তু কেন? সফল ব্যক্তিদের মধ্যে কি সেই বিশেষ গুণ আছে যেগুলো তাদেরকে সফল করে তুলেছে? জেনে নিন সফল ব্যক্তিদের জীবন সম্পর্কে।

১. সুযোগ
সফল ব্যক্তিরা নিজের সুযোগ নিজেই তৈরী করে নিতে জানেন। অন্যের করে দেয়া সুযোগের অপেক্ষায় তাঁরা থাকেন না কখনই।

২. প্রাধান্য

তাঁরা প্রথম হওয়ার চাইতে সেরা হওয়াটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকেন।

৩. সাহায্য
সফল মানুষরা সব সময়েই নিজের চাইতে অন্যকে সাহায্য করতে বেশি ভালোবাসেন। অন্যকে সাহায্য করতে গিয়েই তাঁরা জীবনে অনেক কিছু শিখে ফেলেন যা পরবর্তিতে তাদের কাজে আসে।

৪. কাজ
সফল ব্যক্তিরা পরিমানের চাইতে মান কে বেশি গুরুত্ব দিয়ে থাকে। অনেক বেশি পরিমাণে কাজ করার চাইতে অল্প পরিমাণে ভালো কাজ করায় বিশ্বাসী তাঁরা।

৫. নিজস্বতা
তাঁরা নিজস্বতায় বিশ্বাসী। তাদের ধ্যান ধারণা, বুদ্ধি কখনই অন্যের দ্বারা প্রভাবিত হয় না।

৬. সম্মান
তাঁরা বিশ্বাস করে যে সম্মানটা অর্জন করে নিতে হয় নিজেকেই। নিজের সম্মান নিজের কাজের মাধ্যমে অর্জন করতে না পারলে কখনই সম্মানিত হওয়া যায়না।

৭. স্বপ্ন
সফল ব্যক্তিরা ইতিহাসের পাতায় নিজের নাম লেখার স্বপ্ন দেখে।

৮. হার
সফল ব্যক্তিরা কখনই হার মানেন না। একটি কাজ প্রয়োজনে হাজার বার করতে রাজি আছেন, কিন্তু পরাজিত হতে তাঁরা রাজি নন।

৯. টাকা
সফল ব্যক্তিরা টাকার পেছনে ছোটেন না, তাঁরা ছোটেন সফলতার পেছনে। তাদের কাছে টাকার চাইতে সফলতার গুরুত্ব অনেক বেশি।

১০. বিশ্বাস
যে সব ব্যক্তি জীবনে সফল হয়েছেন তাঁরা নিজের উপর নিজের সবচাইতে বেশি বিশ্বাস করেন। অর্থাৎ তাঁরা যথেষ্ট পরিমাণে আত্মবিশ্বাসী।

১১. ভয়

সফল ব্যক্তিরা ভয় পান না। সমাজের কে কি বললো, কে কিভাবে গ্রহণ করলো সেটা নিয়ে তাঁরা মাথা ঘামান না।

১২. নেশাগ্রস্ত
সফল ব্যক্তিরা নিজের কাজে নেশাগ্রস্ত। নিজের কাজে কখনই তাঁরা ফাকি দিতে পারেন না।

প্রিয় বন্ধুগণ, ভেবে দেখুন এই ১২ টি বিশেষ গুণাবলীর কোন কোন গুনটি আমাদের মধ্যে আছে? সব গুলো কি আছে?
থাকলে আপনিই সফল মানুষ। সবগুলো নেই! ভাববেন না- সময় এখনো ফুরিয়ে যায়নি!