সোমবার, ৩১ আগস্ট, ২০১৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সম্পূর্ণ তথ্য


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সম্পূর্ণ তথ্য
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী ১ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তির আবেদন প্রক্রিয়া ৭ সেপ্টেম্বর শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করার সুযোগ পাবেন। ভর্তির আবেদন ফি ৪৭৫টাকা অপরিবর্তিত রয়েছে।
আবেদনের যোগ্যতায় পরিবর্তনঃ এবারের এইচএসসি ফলাফল বিপর্যয়ের কারণে ভর্তি আবেদনের যোগ্যতায় বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। পূর্ব যে যোগ্যতা ছিল তা শিথিল করে সব ইউনিটের দশমিক ২৫ পয়েন্ট কমানো হয়েছে।
বেশকিছু বিভাগে আসন সংখ্যা এবং প্রতিবন্ধী কোটা বাড়ানো হবে বলেও জানা গেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের আবেদনের যোগ্যতা

Name of Faculty Unit Total CGPA (Points) Individual CGPA (SSC & HSC or similar exam result)
Faculty of Science “A” CGPA 6.25 CGPA 3.00
Faculty of Arts “B” CGPA 5.75 CGPA 2.75
Faculty of Business Administration “C” CGPA 6.75 CGPA 3.00
Faculty of Social Science “D” CGPA 5.75 CGPA 2.75
Faculty of Law “E” CGPA 6.75 CGPA 3.00
Faculty of Biological Sciences “F” CGPA 6.25 CGPA 3.00
Faculty of Engineering “G” CGPA 6.25 CGPA 3.00

 
A- ইউনিট (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা

B 1-Unit
বি-২ ইউনিটের ভর্তি পরীক্ষা
B-3 ইউনিটের ভর্তি পরীক্ষা
বি-৪ ইউনিট
বি-৫ ইউনিট
বি-৬ ইউনিট
বি-৭ ইউনিট
বি- ৭ (সি) ইউনিট
বি-৭ (এস) ইউনিট বি-৮ ইউনিট
we: `ª:    B2 †_‡K B8 ch©šÍ BDwb‡Ui fwZ© cixÿv GKB ZvwiL I mg‡q AbywôZ n‡e weavq GKRb wkÿv_x©i GKvwaK BDwb‡Ui fwZ© cixÿvq AskMÖn‡Yi my‡hvM ‡bB| 

 

 শিল্পী ও খেলোয়ার কোটা বাতিল: ভর্তি পরীক্ষা কমিটি জানায়, সঙ্গীত ও ফিজিক্যাল এডুকেশন এ্যান্ড স্পোর্টস সাইন্সেস বিভাগ খোলায় শিল্পী ও খেলোয়াড় কোটা বাতিল করা হয়েছে। তবে বিকেএসপি কোটা রাখা হয়েছে।

এছাড়া চারুকলা, নাট্যকলা, সঙ্গীত ও ফিজিক্যাল এডুকেশন এ্যান্ড স্পোর্টস সাইন্সেস এই ৪টি বিভাগে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে পুনরায় লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে।
নতুন ২ টি বিভাগ চালুঃ চবিতে এবার নতুন দুটি বিভাগে ছাত্রছাত্রী ভর্তি করা হবে।
এ দুটি বিভাগ হচ্ছেঃ কলা অনুষদের অধীনে সঙ্গীত বিভাগ ও শিক্ষা অনুষদের (নতুন অনুষদ) অধীনে ফিজিক্যাল এডুকেশন এ্যান্ড স্পোর্টস সাইন্সেস বিভাগ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন