বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০১৪

ঢাকা মহানগরীর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা- ২০১৫

Govt. High School Admission-2015 
আস্‌সালামুআলাইকুম,
প্রথমবারের মত বাংলাদেশ সরকার মাধ্যমিক পর্যায়ে ভর্তি প্রক্রিয়া শুরু করেছেন। এই প্রক্রিয়ার আওতায় আগামী ২০১৫ সালে ঢাকা মহানগরীর ৩২ সারকারী মাধ্যমিক বিদ্যালয়ে সম্পূর্ণ অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পাদিত হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে সারা বাংলাদেশে সকল সরকারী মাধ্যমিক বিধ্যালয় এই প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা হবে। গতকাল হতে শুরু হওয়া এই কার্যক্রম আগামী ১২ই ডিসেম্বর, ২০১৪ পর্যন্ত চলবে। এরমধ্যেই সকল ভর্তি ইচ্ছুক প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন করার পদ্ধতিঃ
১। আবেদন ফরম পূরণের পূর্বেই ফরম-এর মূল্য বাবদ ১৫০/- টাকা যেকোন Govt. High School Admission-2015 কাস্টমার ওয়ালেট থেকে ভর্তি কমিটির Govt. High School Admission-2015 মার্চেন্ট ওয়ালেট ০১৮৫১-২৮৭৯১৫ নম্বরে Payment করতে হবে। এক্ষেত্রে কোন অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে না। ‍
Payment করার পদ্ধতিঃ
Govt. High School Admission-2015
 ২। যে কোন এয়ারটেল, বাংলালিংক, গ্রামীনফোন অথবা রবির Govt. High School Admission-2015 কাস্টমার ওয়ালেট থেকে রাত দিন ২৪ ঘন্টা টাকা Payment করা যাবে এবং যে কোন সময় অনলাইনে আবেদন করা যাবে। ভর্তির আবেদনের শেষ দিন ১২/১২/২০১৪ তারিখের জন্য অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব অনলাইনে আবেদন করার জন্য অভিভাবকদেরকে অনুরোধ করা হলো। 
৩। ফিরতি Govt. High School Admission-2015 SMS -এ প্রাপ্ত ট্রানজেকশন আইডি (TrxID) অনলাইন আবেদন ফরমে ব্যবহার করার জন্য বিশেষভাবে সংরক্ষণ করতে হবে। এই ট্রানজেকশন আইডি (TrxID) পরবর্তীতে ভর্তি সংক্রান্ত বিভিন্ন কাজে ব্যবহার হবে। 
৪। প্রথম শ্রেণিতে আবেদনের জন্য ০১/০১/২০১৫ তারিখে শিক্ষার্থীর বয়স ৫-৭ বছর হতে হবে। 
৫। আবেদন ফরম-এ অভিভাবকের সঠিক ও সচল মোবাইল ফোন নম্বর দিন। শিক্ষার্থী ভর্তির জন্য বিবেচিত হলে এই মোবাইল ফোন নম্বরে SMS Alert পাঠানো হবে। 
৬। শিক্ষার্থী কোটার দাবিদার হলে আবেদন ফরম-এ কোটার জন্য সঠিক অপশন নির্বাচন করুন। ভুলবশতঃ কোটা নির্বাচন করলে এবং পরবর্তীতে কোটায় আসন পেলেও সে ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে। 
৭। যে সকল শিক্ষার্থী কোটায় নির্বাচিত হবে তাদের ভর্তি পরীক্ষার ফলাফলের পরের দিন সকাল ১০:০০ ঘটিকায় স্ব-স্ব বিদ্যালয়ে কোটার স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র সহ সাক্ষাৎকার-এ উপস্থিত হতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হলে তারা ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে। 
৮। আবেদন ফরমে ১৫০ X ১৭৫ পিক্সেল মাপের সর্বোচ্চ ৫০ কেবি সাইজের JPG/PNG ফরম্যাটের রঙ্গীণ ছবি ব্যবহার করতে হবে। 
৯। আবেদন ফরম-এর তথ্য পরবর্তীতে পরিবর্তন করা যাবে না। এ কারনে প্রয়োজনীয় সকল ঘর সতর্কতার সাথে পূরণের পর SUBMIT বাটনে ক্লিক করুন। সাথে সাথেই প্রবেশ পত্র দেখা যাবে। 
১০। প্রবেশপত্র স্পষ্ট প্রিন্ট আউট নিতে হবে। 
১১। পরবর্তীতে প্রয়োজনে প্রবেশপত্রের রিপ্রিন্ট নেওয়া যাবে। এ জন্য “REPRINT ADMIT CARD” বাটনে ক্লিক করুন। 
১২। সর্বোচ্চ মানের সেবা পেতে Mozilla Firefox অথবা Google Chrome ওয়েব ব্রাউজারের আপডেট ভার্সন ব্যবহার করুন। 
Govt. High School Admission-2015
আবেদন করার জন্য এখানে ক্লিক করুন।
 প্রবেশপত্র ডাউনলোডঃ
Govt. High School Admission-2015
প্রবেশপত্র ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
 

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন