রবিবার, ৩১ আগস্ট, ২০১৪

জনতা ব্যাংক এ নিয়োগ- ২০১৪

বাংলাদেশের  অন্যতম বৃহৎ ও সরকারী বানিজ্যিক ব্যাংক জনতায় এক্সিকিউটিভ অফিসার পদে  নিয়োগের সার্কুলার দেওয়া হয়েছে। সাধারন এক্নিকিউটিভ পদে ১৫৪ ও টেলর পদে ৪৯৪  টি আসনে লোক নেওয়া হবে।

০১.পদ : এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার, পদে ১৫৪ টি আসন।
যোগ্যতা : যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যুনতম ২য় বিভাগ/সমমানের সিজিপিয়ে সহ স্নাতক পাশ। 

০২. পদঃ এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার – টেলর, পদে ৪৯৪ টি আসন।
যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যুনতম ২য় বিভাগ/সমমানের সিজিপিয়ে সহ স্নাতক পাশ।

বয়সসীমাঃ অ-মুক্তিযোদ্ধা ২১-৩০ বছর। মুক্তিযোদ্ধা সন্তান সর্বোচ্চ ৩২  বছর। 

আবেদনের শেষ তারিখঃ ১৪/০৯/২০১৪, 

আবেদন করতে ভিজিট করুনঃ career.janatabank-bd.com

পূর্ণাঙ্গ সার্কুলার দেখুনঃ

জনতা ব্যাংক এ নিয়োগ- ২০১৪

 

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন