শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৪

Primary Assistan Teacher/প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ এর লিখিত পরীক্ষার সময় সূচী ও প্রবেশপত্র ডাউনলোড

 
Department of Primary Education (DPE)/প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বাতিল হয়ে যাওয়া ১৭টি জেলার জন্য পুনরায় লিখিত পরীক্ষার সময়সূচী ঘোষণা করেছে।


ঘোষিত সময়সূচী অনুযায়ী আগামী ১৪ই মার্চ শুক্রবার উক্ত ১৭টি জেলার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত বছরের ৮ই নভেম্বর সারা দেশে একযোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়ে যাবার অভিযোগ উঠলে শিক্ষা অধিদপ্তর যাচাই করে এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হলে দেশের ১৭টি জেলার গৃহীত পরীক্ষা বাতিল করে। জেলা গুলো হচ্ছে, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, কক্সবাজার, লালমনিরহাট, নেত্রকোণা, শেরপুর, নারায়নগঞ্জ, পাবনা, রাজবাড়ী, সাতক্ষীরা, নদিয়া, খুলনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং সিলেট। 

তখন সিদ্ধান্ত হয় আগামী ১৫ দিনের মধ্যে বাতিলকৃত জেলাগুলোর লিখিত পরীক্ষা গৃহীত হবে। কিন্তু দেশের রাজনৈতিক অবস্থার মারাত্মক অবনতি হওয়ায় কর্তৃপক্ষ সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে নি।

সর্বশেষ সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৪ই মার্চ শুক্রবার লিখিত পরীক্ষা নেয়া হবে বলে জানা যায়।

১৪ তারিখের পরীক্ষার জন্য প্রার্থীদের পুনরায় প্রবেশ পত্র ডাউনলোড করতে হবে।
নিচের লিংক থেকে নিজ নিজ প্রবেশ পত্র ডাউনলোড করে নিতে পারবেনঃ

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন