সোমবার, ২৪ জুলাই, ২০১৭

বাংলাদেশ পাটকল করপোরেশনে ৩৩৩ জন নিয়োগ

 বাংলাদেশ পাটকল করপোরেশনে ৩৩৩ জন নিয়োগ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পাটকল করপোরেশন। গত ১৭ জুলাই ২০১৭ প্রকাশিত এ বিজ্ঞাপন অনুযায়ী ১০ ধরনের পদে ৩৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোর মধ্যে—

সহকারী ব্যবস্থাপক (প্রশাসন ও শ্রমকল্যান)

এই পদে নিয়োগ দেওয়া হবে ০৭ জন। কলা/বাণিজ্য/বিজ্ঞান/ব্যবসায় প্রশাসন- যেকোন ডিপার্টমেন্ট হতে নুন্যতম ২য় বিভাগ বা তার সমমান রেজাল্ট থাকলেই আবেদন করা যাবে। লোক ব্যবস্থাপনা/শিল্প ব্যবস্থাপনা সনদপ্রাপ্তরা নিয়োগে অগ্রাধিকার পাবেন। আবেদনের জন্য বয়সসীমা অনূর্ধ্ব-৩০ বছর।  নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।

সহকারী প্রকৌশলি (পুর)

পদটিতে নিয়োগ দেওয়া হবে ০২ জন। সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রী অথবা সিভিলে ডিপ্লোমাসহ ৫ বছরের অভিজ্ঞতা তন্মধ্যে ৩ বছর উপ-সহকারি প্রকৌশল পদে হলে আবেদন করা যাবে। আবেদনের জন্য বয়সসীমা অনূর্ধ্ব-৩০ বছর।  নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।

সহকারী ব্যবস্থাপক (মান নিয়ন্ত্রণ)

এই পদে ০৪ জন লোকবল নেওয়া হবে। বস্ত্র প্রযুক্তিতে ডিগ্রীপ্রাপ্ত/ডিপ্লোমা অথবা প্রাসঙ্গিক ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতাসহ বস্ত্র প্রযুক্তিতে সন্দ প্রাপ্ত। আবেদনের জন্য বয়সসীমা অনূর্ধ্ব-৩০ বছর।  নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।

উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)

পদটিতে নিয়োগ পাবেন ৭০ জন। মেকানিক্যালে ডিপ্লোমা পাশ। আবেদনের জন্য বয়সসীমা অনূর্ধ্ব-৩০ বছর।  নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা।

উপ-সহকারী প্রকৌশলী (বিদুৎ)

২৫ পদে নিয়োগ দেওয়া হবে। ইলেকট্রিক্যালে ডিপ্লোমা পাশ। আবেদনের জন্য বয়সসীমা অনূর্ধ্ব-৩০ বছর।  নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা।

সহকারী হিসাব/অর্থ/নিরীক্ষা/বীমা/এমআইএস কর্মকর্তাসহকারী উৎপাদন কর্মকর্তা

উক্ত পদে ৫৫ জন নিয়োগ পাবে। বাণিজ্য বিভাগ থেকে পাশকৃতদের অগ্রাধিকার। আবেদনের জন্য বয়সসীমা অনূর্ধ্ব-৩০ বছর।  নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা।

সহকারী উৎপাদন কর্মকর্তা

পদটিতে ১০৫ জন নিয়োগ দেয়া হবে। টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা। আবেদনের জন্য বয়সসীমা অনূর্ধ্ব-৩০ বছর।  নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা।

সহকারী শিক্ষক

শিক্ষক পদে ৫০ জন নেয়া হবে। বি-এড সহ স্নাতক ডিগ্রী পাশ ও ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের জন্য বয়সসীমা অনূর্ধ্ব-৩০ বছর।  নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা নিম্নে উল্লেখিত বিজেএমসির টেলিটক সাইটে গিয়ে ছবি ও সিগনেচার আপলোড করে যাবতীয় ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্যাদি প্রদান পূর্বক আবেদন করতে পারবে।

অন্যান্য পদসহ বিস্তারিত জানতে বিজেএমসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুনঃ
পাটকল করপোরেশনে ৩৩০ জন নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদন শুরুর তারিখঃ
১৮ জুলাই, ২০১৭ বেলা ১২ টা।
আবেদন জমার শেষ তারিখঃ
১৭ আগষ্ট, ২০১৭ বিকাল ৫টা।

আবেদন করার জন্য এখানে ক্লিক করুন

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন