বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭

ডাচবাংলা ব্যাংকে অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি- জুলাই ২০১৭

Dutch-Bangla Bank (DBBL) Job Circular.

ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল) বাংলাদেশ ও নেদারল্যান্ডের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক। যার প্রতিষ্ঠাতা এম, সাহাবুদ্দিন আহমদ -প্রতিষ্ঠাতা চেয়ারম্যান (বাংলাদেশ); Financierings-Maatschappij voor Ontwikkelingslanden (FMO) (নেদারল্যান্ড) ব্যাংকিং সেবা দেয়ার উদ্দেশ্য নিয়ে ডিবিবিএল ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ দ্বারা প্রতিষ্ঠিত এবং কোম্পানি আইন ১৯৯৪ দ্বারা পাবলিক লিমিটেড কম্পান্য হিসাবে নিবন্ধিত হয়। ডিবিবিএল আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ৩ জুন, ১৯৯৬ সালে। ব্যাংকটি ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ -এ নিবন্ধিত।
অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে গত সপ্তাহে ডিবিবিএল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগে তারা অভিজ্ঞ/অনভিজ্ঞ দুই ধরনের জনবলই নিয়োগদান করবে।

যাদের অভিজ্ঞতা নেইঃ

ক্রঃ নং পদের নাম
আবেদনের শেষ তারিখ বিজ্ঞপ্তি
১. Probationary Officer
৩১শে জুলাই, ২০১৭ বিস্তারিতবিজ্ঞপ্তি ও আবেদন করার লিঙ্ক
২. Probationary Officer (Software)
৩১শে জুলাই, ২০১৭ বিস্তারিতবিজ্ঞপ্তি ও আবেদন করার লিঙ্ক
৩. Probationary Officer (Hardware/Networking)
৩১শে জুলাই, ২০১৭ বিস্তারিতবিজ্ঞপ্তি ও আবেদন করার লিঙ্ক
৪. Probationary Officer (ATM)
৩১শে জুলাই, ২০১৭ বিস্তারিতবিজ্ঞপ্তি ও আবেদন করার লিঙ্ক
৫. Probationary Officer (Card Operations)
৩১শে জুলাই, ২০১৭ বিস্তারিতবিজ্ঞপ্তি ও আবেদন করার লিঙ্ক


যাদের অভিজ্ঞতা আছেঃ


ক্রমিক নংপদের নাম
আবেদনের শেষ তারিখ বিজ্ঞপ্তি
১. Relationship Manager
৩১শে জুলাই, ২০১৭ বিস্তারিতবিজ্ঞপ্তি ও আবেদন করার লিঙ্ক

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন