৪র্থ প্রজন্মের ব্যাংক SBAC Bank Limited সারাদেশব্যাপী তাদের বিভিন্ন শাখায় "Management Trainee Officer" পদে লোক নিয়োগদান লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আগ্রহী প্রার্থীগণ ১৩ই এপ্রিল ২০১৪ থেকে শুরু করে ৩০শে এপ্রিল ২০১৪ পর্যন্ত শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন করার যোগ্যতাঃ
- যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স/সমমান পাশ।
- প্রার্থীর শিক্ষাজীবনে (এসএসসি-এইচএসসি-অনার্স-মাস্টার্স) নুন্যতম ২টি ১ম শ্রেণী/বিভাগ থাকতে হবে। সিজিপিএ-৩.০০ ১ম শ্রেণী হিসাবে গণ্য হবে। শিক্ষাজীবনের যেকোন পর্যায়ে ৩য় বিভাগ/শ্রেণী প্রাপ্ত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। এসএসসি ও এইচএসসি- তে সিজিপিএ-২.০০ এবং অনার্স মাস্টার্স-এ সিজিপিএ-২.২৫ কে ৩য় বিভাগ/শ্রেণী হিসাবে গণ্য করা হবে।
- প্রার্থীকে অবশ্যই কম্পিউটারে MS Office পরিচালনায় পারদর্শী ও সাধারণ জ্ঞান (Basic Literacy in Computer) থাকতে হবে।
- ৩০শে এপ্রিল ২০১৪ তারিখে প্রার্থীর বয়স কোনভাবেই ৩০ এর বেশি হওয়া চলবে না।
- আরো বিস্তারিত জানতেঃ এখানে ক্লিক করুন
বেতনঃ
১ বছর শিক্ষানবীশ থাকাকালীন প্রতি মাসে ৩৫,০০০ টাকা বেতন পাবে। সফলভাবে শিক্ষানবীশ সময়কাল অতিবাহিত হলে নিয়মানুযায়ী সিনিয়র অফিসার (Senior Officer) হিসাবে বিবেচিত হবেন এবং স্কেল অনুযায়ী বেতন ও অন্যান্য সকল সুবিধাদি ভোগ করবেন।
আবেদন করার পদ্ধতিঃ
যোগ্য প্রার্থীগণ শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আগামী ৩০শে এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। বাংলাদেশের যেকোন প্রান্তে চাকুরী করার মানসিকতা থাকতে হবে। আবেদনকৃতদের মধ্যে মেধাভিত্তিক যাচাইয়ে অল্প সংখ্যক প্রার্থীকে লিখিত পরীক্ষায় ডাকা হবে। আবেদন করতেঃ
#Bank Circular
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন