বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০১৪

Pubali Bank- এ Senior Officer, Officer, Junior Officer, Junior Officer (Cash) পদে লোকবল নিয়োগ বিজ্ঞপ্তি

Pubali Bank















Pubali Bank-এ লোকবল নিয়োগ এর লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৭ই এপ্রিল হতে শুরু হয়ে ৩০শে এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।


বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তিটা ভাল করে পড়ুনঃ 
screenshot 97
পূবালী ব্যাংক লিমিটেড


মূলত ২টি ক্যাটাগরিতে নিয়োগ হবে।

১. নিয়োগ বিজ্ঞপ্তি জেনারেল সাইড (পিডিএফ ভার্সন ডাউনলোড করে বিস্তারিত পড়ে নিন)
২. নিয়োগ বিজ্ঞপ্তি টেকনিক্যাল সাইড (পিডিএফ ভার্সন ডাউনলোড করে বিস্তারিত পড়ে নিন)

আবেদন করার শর্ত সমূহঃ
১.  প্রার্থীর অবশ্যই কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।
২. ২৮ ফেব্রুয়ারী ২০১৪ তারিখ পর্যন্ত প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হবে।
৩. তৃতীয় বিভাগ/শ্রেণী প্রাপ্ত শিক্ষার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই।
৪. এসএসসি/এইচএসসি/সমমান পর্যয়ে জিপিএ-৩ কে এবং অনার্স/মাস্টার্স/সমমান পর্যায়ে সিজিপিএ/জিপিএ-৪ কে ১ম বিভাগ/শ্রেণী হিসাবে ধরা হবে।
৫. একইভাবে এসএসসি/এইচএসসি/সমমান পর্যয়ে জিপিএ-২ কে এবং অনার্স/মাস্টার্স/সমমান পর্যায়ে সিজিপিএ/জিপিএ-৩ কে ২য় বিভাগ/শ্রেণী হিসাবে ধরা হবে।
৬. সফলভাবে আবেদন করার পর ডিপোজিট স্লিপ প্রদর্শিত হবে। যা প্রিন্ট করে সংশ্লিষ্ট ব্যাংকের স্থানীয় শাখায় জমা দিতে হবে। মনে রাখবেন ডিপোজিট ফি ৩০০ টাকা জমা না দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে।

আবেদন করার জন্য নিচের দুটি লিংক ব্যবহার করুনঃ
* জেনারেল সাইডে আবেদন করার জন্য ক্লিক করুন।
* টেকনিক্যাল সাইডে আবেদন করার জন্য ক্লিক করুন।

বিস্তারিত আরো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেনঃ
জোকার-Joker
The BD Joker

এছাড়া আপনি নিচের কমেন্ট বক্স ব্যবহার করেও আপনার যেকোন সমস্যার সমাধান পেতে পারেন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন