শনিবার, ২৯ মার্চ, ২০১৪

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা-২০১২ এর ফল প্রকাশিত

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা-২০১২ এর ফল প্রকাশিত




বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা-২০১২ এর ফল প্রকাশিত হয়েছে। এতে গড় পাস করেছে ৭২ দশমিক ৯৭ শতাংশ শিক্ষার্থী।

বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলনে ফলাফল প্রকাশ করেন।

এবার চূড়ান্ত পরীক্ষায় পাস করেছে ৪৪ হাজার ৭৭৩ জন। এর মধ্যে ছাত্র ২৫ হাজার ১৭৮ জন এবং ছাত্রী ১৯ হাজার ৫৯৫ জন।

এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৭ জন, জিপিএ-৪ পেয়েছে ৩ হাজার ৫৬১ জন এবং জিপিএ-৩.৫ পেয়েছে ১০ হাজার ১৪৭ জন।

ফলাফলঃ

 শিক্ষামন্ত্রী বলেন, “২০১২ সালে প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট এক লাখ ৫৩ হাজার ১০৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয় ৬১ হাজার ৩৫৪ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৩৬ হাজার ২৯৮ জন এবং ছাত্রীর সংখ্যা ২৫ হাজার ৫৬ জন।”


এবার প্রথমবর্ষে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৫ হাজার ৫২৪ জন। দ্বিতীয় বর্ষে ৭৬ হাজার ৫৮৫ জন এবং চূড়ান্ত পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ৬১ হাজার ৩৫৪ জন।

পরীক্ষার কেন্দ্রের সংখ্যা ছিল এক হাজার ১৯৪টি। বাউবির স্ট্যাডি সেন্টারের সংখ্যা এক হাজার ৩৮১টি।

#Result

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন