মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭

পেট্রোবাংলায় (BOGMC) তে নিয়োগ বিজ্ঞপ্তি

BOGMC Job Ciercular
১৯৮০’র দশক পেট্রোবাংলার গতিশীল অনুসন্ধান কার্যক্রম প্রত্যক্ষ করে। এ সময়ে মূলাদী, বেগমগঞ্জ, সিংরা, বিয়ানীবাজার, আটগ্রাম, ফেণী, ফেঞ্চুগঞ্জ, সীতাকুন্ড, বগুড়া, কামতা, মরিচাকান্দি (মেঘনা) ও বেলাবো’তে (নরসিংদী) ১২টি অনুসন্ধান কূপ খনন করা হয় এবং বেগমগঞ্জ, বিয়ানীবাজার, ফেণী, ফেঞ্চুগঞ্জ, কামতা, মরিচাকান্দি (মেঘনা) ও বেলাবোতে (নরসিংদী) ৭টি গ্যাস ক্ষেত্র আবিস্কৃত হয়। তন্মধ্যে ফেঞ্চুগঞ্জ-২ হচ্ছে এ যাবৎ বাংলাদেশে খননকৃত (৪,৯৭৭ কি.মি.) গভীরতম কূপ।
ইত্যবসরে একটি  নতুন মাইলফলক অর্জিত হয় যখন পেট্রোবাংলা ১৯৮৬ সালের ২৩ ডিসেম্বর সিলেট নং-৭ এ প্রথম বাণিজ্যিক তৈল আধার আবিস্কার করে। ১৯৮৯ সালে প্রথমে জাতীয় অনুসন্ধান কোম্পানী এবং পরবর্তীতে অনুসন্ধান ও উৎপাদন কোম্পানী হিসেবে বাপেক্স গঠনের পর হতে কোম্পানিটি এর অনুসন্ধান ও উৎপাদন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ৪টি অনুসন্ধান কূপ খনন করে শাহবাজপুর, সালদানদী, শ্রীকাইল ও সুন্দলপুর গ্যাস ক্ষেত্র আবিস্কার করেছে।
পেট্রোবাংলায় সরকারী বিধিমোতাবেক জনবল নিয়োগরে লক্ষ্যে সকল যোগ্য বাংলাদেশী প্রার্থীদের নিকট হতে আবেদন সংগ্রহের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানের নামঃ পেট্রোবাংলা
নিয়োগের ধরণঃ স্থায়ী
পদসংখ্যাঃ ২৩টি
আবেদন শুরুর তারিখঃ ৩০ আগষ্ট ২০১৭ সকাল ১০টা।
আবেদনের শেষ তারিখঃ ২৫ সেপ্টেম্বর ২০১৭ বিকাল ৫টা।

আবেদন প্রক্রিয়াঃ
আগ্রহী প্রার্থী আবেদন করার জন্য সরকার নিয়ন্ত্রিত সাইট bogmc.teletalk.com.bd তে গিয়ে অনলাইন আবেদন ফরম পূরণ করে টেলিটক প্রি-পেইড মোবাইলে এসএমএসর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।

বিস্তরিত জানতে মূল নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুনঃ

পেট্রোবাংলায় ২৩টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৭

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন