দেশের স্বনামধন্য বেসরকারী ব্যাংক সাউথ ইষ্ট এ এবার ট্রেইনি অফিসার পদে লোক নিয়োগ দান করা হবে। ব্যাংকের প্রদত্ত বিজ্ঞপ্তি থেকে এবিষয়ে সবিস্তারে জানা যায়। চলুন দেখে নিই বিজ্ঞপ্তির বিস্তারিতটুকুঃ
পদের নাম
ট্রেইনি অফিসার (Trainee
Officer)
শিক্ষাগত যোগ্যতা:
MBA/MBM/Masters
in Business Studies/ Economics/ English/ Public Administration/ International
Relations/ Development Studies/ Political Science/ Law/ General History/
Statistics/ Mathematics and physics with the following results:
- SSC and HSC: Minimum GPA-4.00 in a scale of GPA-5.00;
- Graduation and Post-graduation: Minimum CGPA-3.00 in one degree and not below 2.75 in a scale of 4.00 in another one degree.
- SSC and HSC: Minimum GPA-4.00 in a scale of GPA-5.00;
- Graduation and Post-graduation: Minimum CGPA-3.00 in one degree and not below 2.75 in a scale of 4.00 in another one degree.
বিশেষ যোগ্যতাঃ
- আন্তঃযোগাযোগ ব্যবস্থায় দক্ষ হতে হবে।
- বাংলা ও ইংরেজী ভাষায় লিখিত এবং কথ্য দুই মাধ্যমেই বিশেষ পারিদর্শীতা থাকতে হবে;
- কম্পিউটার পরিচালনার বাস্তব অভিজ্ঞতা;
- যে কোন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়ে চুড়ান্ত মুহুর্তে সঠিক সিদ্ধান্ত নেয়ার মানসিকতা সম্পন্ন হতে হবে।
- বাংলা ও ইংরেজী ভাষায় লিখিত এবং কথ্য দুই মাধ্যমেই বিশেষ পারিদর্শীতা থাকতে হবে;
- কম্পিউটার পরিচালনার বাস্তব অভিজ্ঞতা;
- যে কোন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়ে চুড়ান্ত মুহুর্তে সঠিক সিদ্ধান্ত নেয়ার মানসিকতা সম্পন্ন হতে হবে।
বেতন-ভাতাঃ
নির্বাচিত প্রার্থীরা শিক্ষানবীশ হিসাবে ২ বছর ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ থাকবেন। এই ২ বছরের ১ম বছরে প্রতিমাসে বেতন হিসাবে সর্বোমোট ২৫,০০০/- টাকা এবং ২য় বছরে ৩০,০০০/- টাকা পাবেন। সফল ভাবে শিক্ষানবীশ পর্ব শেষ করার পর “অফিসার” পদে চুড়ান্তভাবে নিয়োগ প্রাপ্ত হবেন এবং বেতন কাঠামো অনুযায়ী প্রতিমাসে ৪৪,০০০/- টাকা সহ অন্যান্য ভাতা সুবিধাদি উপভোগ করবেন।
শর্তসমূহঃ
- কোন পূর্বাভিজ্ঞতার প্রয়োজন নেই।
- ৩০০/- টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি স্বাক্ষর করতে হবে যাতে লেখা থাকবে যে শিক্ষানবীশ পর্ব শেষ হবার পর আরো তিন বছর সে এই প্রতিষ্ঠানে চাকুরী করতে বাধ্য থাকবে।.
কিভাবে আবেনদ করবেন
আবেদন করার একটিমাত্র উপায় সেটা হচ্ছে অনলাইনে আবেদন করা। যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের জন্য আলাদা পদ্ধতি এবং নতুনদের জন্য ভিন্ন পদ্ধতি। বিস্তারিত নিচের লিংকেঃ
অনলাইনে আবেদ করার প্রয়োজনীয় টিপসঃ
আবেদন করার সময় আপনার সদ্যতোলা এক কপি ছবি স্ক্যান করুন। যা সর্বোচ্চ ২০ কিলোবাইটের হতে পারে। এছাড়া সকল শিক্ষাগত যোগ্যতার সনদের স্ক্যান কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
আবেদনের সর্বশেষ তারিখঃ
৩১/১২/২০১৫
বয়স সীমাঃ
৩০ বছর এবং ৩২ বছর (মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে)
বয়স নির্ধারণী তারিখঃ
৩০/১১/২০১৫
সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতাঃ
মাষ্টার্স
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন