মঙ্গলবার, ১৬ জুন, ২০১৫

বাজেট ২০১৫-১৬

Budget 2015-16

আস্‌সালামু আলাইকুম
গত ৪ঠা জুন বর্তমান সরকারের অর্থমন্তী আবুল মাল আব্দুল মুহিত  ২০১৫-১৬ অর্থ বছরের বাজেট জাতীয় সংসদের উপস্থাপন করেন। উক্ত বাজেট বক্তৃতার সম্পূর্ণ অংশ অনেকেই খুজে পাচ্ছেন না। তাদের জন্য এবং ভবিষ্যতে যাতে সহজে খুজে পাওয়া যায় তার জন্য এখানে বাজেটের আদ্য প্রান্ত দেয়া হলো। আপনারা পছন্দ এবং সুবিধামত ডাউনলোড করে নিন।

বাজেট ২০১৫-১৬ (Budget 2015-16)

যারা রিসার্চ করেন অথবা অনার্স ২য় বর্ষের টার্ম পেপার তৈরীতে এই সংগ্রহ কাজে দিবে বলে আশা করছি।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন