Primary School Certificate বা প্রাথমিক শিক্সা সমাপনি বৃত্তির ফলাফল আজ ১৬ই ফেব্রুয়ারী সারা দেশে বেলা ১২টায় একযোগে প্রকাশ করা হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর "PSC Results" সম্পর্কিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য পাওয়া গেছে।
গত ৩০ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনি বা Primary School Certificate এর প্রকাশিত ফলাফল প্রকাশিত হয়। এরপর সবাই আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকে "বৃত্তি"র ফলাফল জানতে। আজ বেলা ১২টায় সেই ফলাফল প্রকাশিত হবে।
ফলাফল/Result দেখুনঃ
বাংলাদেশের প্রায় সকল ধরণের Results (রেজালট), Notice (নোটিশ), Bank Circular, Nu results (জাতীয় বিশ্ববিদ্যালয় রেজালট সমূ) এখানে পর্যায়ক্রমে সবচে দ্রুততর সময়ে আপনার কাছে পৌছে দেয়ায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাই আমাদের সাথেই থাকুন- "সবার আগে সব জানুন"
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন