গত ৭ই ফেব্রুয়ারী ২০১৪ থেকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিঃ(BDBL)-এ "অফিসার" পদে নিয়োগ পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়া চলছে। কিন্তু অনেকেই বুঝতে পারছেন না কিভাবে কি করতে হবে। তাই ব্যস্ততার মাঝেও তাদের জন্য আজকের এই আয়োজনঃ
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিঃ "অফিসার" পদে মোট ৭৫ জন লোক নিবে। তাই তাড়াহুড়া না করে প্রথমে বিষয়টি ভালমতো বোঝার জন্য নিচ থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি আগে ডাউনলোড করুন।
সম্পূর্ণটা পড়ে যদি মনে করেন যে আবেদন করা যায় তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ
ধাপ-১
প্রথমে নিচের ডাউনলোড লিংক থেকে ব্যাংক ড্রাফট করার জন্য পেমেন্ট স্লিপটা ডাউনলোড করে নিন।
![]() |
| পেমেন্ট স্লিপ |
খেয়াল করে দেখুন ২০০/-টাকার ব্যাংক ড্রাফট আগে জমা দিয়ে আসতে হবে।
তারপর "অনলাইন ফরম" পূরণ করার জন্য নিচের লিংক এ ক্লিক করুন
এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরমটি পূরণ করে সাবমিট করুন। ফরমের নিচে ব্যাংকে জমা দেয়া ২০০/-টাকার ড্রাফটির নাম্বার, ব্রাঞ্চ এবং তারিখগুলো যথাযথভাবে পূরণ করুন।
৭ই ফেব্রুয়ারী থেকে ২৭ই ফ্রেব্রুয়ারী পর্যন্ত আবেদন করা যাবে।
আরো কিছু জানার থাকলে কমেন্টেসে লিখে জানান। আমাদের ফেসবুক ফ্যানপেজেও প্রশ্ন করতে পারেন।










0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন