মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭

সমাজ সেবা অধিদপ্তরে ৩০৬ জন নিয়োগ

 সমাজ সেবা অধিদপ্তর
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় অধিনস্ত বাংলাদেশ সমাজ সেবা অধিদপ্তর। গত ১৭ জুলাই ২০১৭ প্রকাশিত এ বিজ্ঞাপন অনুযায়ী ৩০ ধরনের পদে ৩০৬ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোর মধ্যে—

কারিগরি প্রশিক্ষক (উপজেলা)

স্থায়ী রাজস্বভুক্ত এই পদে নিয়োগ দেওয়া হবে ১৭৮ জন। যেকোন বোর্ড হতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী আবেদন করতে পারবে। তবে প্রার্থীকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ মাসের প্রশিক্ষণ গ্রহণের সনদ দেখাতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শী অগ্রাধিকার পাবে। আবেদনের জন্য বয়সসীমা অনূর্ধ্ব-৩০ বছর।  নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ৮ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫৭০ টাকা।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (স্থায়ী রাজস্ব)

পদটিতে নিয়োগ দেওয়া হবে ২০ জন। যেকোন বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচ.এস.সি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী আবেদন করতে পারবে। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। কম্পিউটার টাইপের গতি সর্বনিম্ন ২০ হতে হবে (বাংলা ও ইংরেজী উভয় ক্ষেত্রেই)। আবেদনের জন্য বয়সসীমা অনূর্ধ্ব-৩০ বছর।  নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।

নিরাপত্তা প্রহরী (স্থায়ী রাজস্ব)

এই পদে ১৮ জন লোকবল নেওয়া হবে। ৮ম শ্রেণী পাশ ও সুঠাম স্বাস্থ্যের অধিকারীরা আবেদন করতে পারবে। সামরিক বাহিনীর লোক অগ্রাধিকার পাবে। আবেদনের জন্য বয়সসীমা অনূর্ধ্ব-৩০ বছর।  নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।

বার্তা বাহক (স্থায়ী রাজস্ব)

পদটিতে নিয়োগ পাবেন ১০ জন। যেকোন বোর্ড হতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী আবেদন করতে পারবে। আবেদনের জন্য বয়সসীমা অনূর্ধ্ব-৩০ বছর।  নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।

বাবুর্চি (স্থায়ী রাজস্ব)

পদটিতে নিয়োগ পাবেন ৭ জন। অষ্টম শ্রেণী পাশ প্রার্থী আবেদন করতে পারবে। আবেদনের জন্য বয়সসীমা অনূর্ধ্ব-৩০ বছর।  নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।

ডাটা এন্ট্রি অপারেটর

উক্ত পদে ০৮ জন নিয়োগ পাবে। যেকোন বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচ.এস.সি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী আবেদন করতে পারবে। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। কম্পিউটার টাইপের গতি সর্বনিম্ন ২০ হতে হবে (বাংলা ও ইংরেজী উভয় ক্ষেত্রেই)। আবেদনের জন্য বয়সসীমা অনূর্ধ্ব-৩০ বছর।  নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।

সহকারী উৎপাদন কর্মকর্তা

পদটিতে ১০৫ জন নিয়োগ দেয়া হবে। টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা। আবেদনের জন্য বয়সসীমা অনূর্ধ্ব-৩০ বছর।  নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা।

সহকারী শিক্ষক

শিক্ষক পদে ৫০ জন নেয়া হবে। বি-এড সহ স্নাতক ডিগ্রী পাশ ও ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের জন্য বয়সসীমা অনূর্ধ্ব-৩০ বছর।  নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা নিম্নে উল্লেখিত সমাজসেবার টেলিটক সাইটে গিয়ে ছবি ও সিগনেচার আপলোড করে যাবতীয় ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্যাদি প্রদান পূর্বক আবেদন করতে পারবে।

অন্যান্য পদসহ বিস্তারিত জানতে dss.gov.bd ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুনঃ
সমাজসেবা অধিদপ্তরে ৩০৬ জন নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদন শুরুর তারিখঃ
২৭ জুলাই, ২০১৭ বেলা ১১ টা।

আবেদন জমার শেষ তারিখঃ
১৭ আগষ্ট, ২০১৭ রাত ১২টা।

আবেদন করার জন্য এখানে ক্লিক করুন

Related Posts:

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন