গল্পে গল্পে বাংলা উপসর্গ মনে রাখার সহজ উপায়

উপসর্গ কাকে বলে? যেসব বর্ণ বা বর্ণের সমষ্টি ধাতু এবং শব্দের আগে বসে সাধিত শব্দের অর্থের পরিবর্তন, সম্প্রসারণ কিংবা সংকোচন ঘটায়, তাদের বলা হয় উপসর…

বাংলা সাহিত্যের টুকিটাকি (১ম পর্ব)

১. বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন হলো? উত্তরঃ চর্যাপদ। ২. আরাকান রাজসভার কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবির নাম কী? উত্তরঃ আলাওল। ৩. যুগসন্ধি…

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ

আস্‌সালামুআলাইকুম, প্রাথমিক শিক্ষাসহ দেশের সার্বজনীন শিক্ষা কার্যক্রমকে আরো উন্নত ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর।

মনকে শান্ত রাখতে অবলম্বন করুন ৫টি কৌশল

বর্তমানে সবকিছুই প্রতিদন্ধীতাপূর্ণ হয়ে যাচ্ছে। আর এই প্রতিযোগীতায় অবর্তীর্ণ হয় লাখো মানুষ। কিন্তু জয়ী হয় শুধুমাত্র তারাই যারা প্রয়োজনের মুহুর্তে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে পারে, মনে রাখতে পারে সম্পূর্ণ নিয়ন্ত্রনে।

জানুন সফলতার পিছনে কাজ করা ১২টি গুণ সম্পর্কে

জীবনের সফলতার মুখ কে না দেখতে চায় বলুন? এই সফলতা পাওয়ার জন্যই মানুষ প্রতিনিয়ত সামনের দিকে ছুটে চলেছে। কিন্তু বেশিরভাগ সময়েই সফলতা থেকে যায় অ

রবিবার, ৮ অক্টোবর, ২০১৭

পড়া মনে রাখার ১০টি সহজ কৌশল

পড়া মনে রাখার ১০টি সহজ কৌশল
পড়া মনে থাকে না’ কিংবা ‘যা পড়ি তা-ই ভুলে যাই’, এই অভিযোগটি প্রায় সবার। পড়া মনে না থাকা নিয়ে কম-বেশি হতাশায় ভুগে নাই এমন কাউকে খুঁজে পাওয়া বেশ মুশকিল ব্যাপার। তবে বিষয়টি নিয়ে হতাশ হলে চলবে না। কয়েকটি সহজ কৌশল মেনে চললেই এ জাতীয় উৎকট ঝামেলা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া সম্ভব। সেরকমই ১০টি সহজ কৌশল নিয়ে আজ লিখব। চলুন, পড়া মনে রাখার কৌশলগুলো জেনে নেয়া যাক-

১০. পড়তে বসার আগে ১০ মিনিট হাঁটা:[​IMG]‍♂️
পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়। ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, পড়ার পূর্বে ১০ মিনিট হাঁটলে মস্তিষ্কের কার্যক্ষমতা প্রায় ১০ শতাংশ পরিমাণ বেড়ে যায়। তাহলে একটু হাঁটার পরেই শুরু হোক পড়ালেখা।

৯. পড়ার প্রতি আকর্ষণ অনুভব করা:[​IMG]যে বিষয়টি পড়ব তার প্রতি আকর্ষণ জাগাতে হবে। কিংবা আকর্ষণীয় উপায়ে পড়ার চেষ্টা করতে হবে। এতে পড়া সহজে মনে থাকবে।

চিকিৎসাবিজ্ঞানীদের মতে, মানুষ কোন কিছুর প্রতি আকর্ষণ অনুভব করলে তা সহজেই মস্তিষ্কে মেমরি বা স্মৃতিতে রূপান্তরিত হয়ে যায় এবং তা স্মৃতিতে দীর্ঘস্থায়ী হয়।

৮. কালারিং বা মার্কার পেন ব্যবহার করে দাগিয়ে পড়া:[​IMG]️‍♀️
আমাদের মধ্যে অনেকেই মার্ক করে বা দাগিয়ে পড়ে। এটাও পড়া মনে রাখতে বেশ কার্যকর। মার্ক করার ফলে কোন শব্দ বা বাক্যের প্রতি আকর্ষণ ও আগ্রহ বেড়ে যায়। পাশাপাশি এর উপর ব্রেইনের ভিজ্যুয়ালিটি ইফেক্টও বেড়ে যায় যা পড়াকে মনে রাখতে সহায়তা করে।

৭. বেশি বেশি পড়া ও অনুশীলন করা:[​IMG]আমাদের ব্রেইন ক্ষণস্থায়ী স্মৃতি গুলোকে তখনই দীর্ঘস্থায়ী স্মৃতিতে পরিণত করে যখন তা বারবার ইনপুট দেয়া হয়। বারবার ইনপুট দেয়ার ফলে ব্রেইনের স্মৃতি গঠনের স্থানে গাঠনিক পরিবর্তন হয় যা দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরীতে সাহায্য করে। তাই বেশি বেশি পড়া ও অনুশীলন করা পড়া মনে রাখার অন্যতম উপায়।

৬. লিখে লিখে বা ছবি এঁকে পড়ার অভ্যাস করা:[​IMG]কোন জিনিস পড়ার সাথে সাথে লিখলে বা ছবি আঁকলে পড়ার প্রতি আগ্রহ বেড়ে যায়। কারন নিউরো সায়েন্সের মতে, কিছু লিখলে বা ছবি আঁকলে ব্রেইনের অধিকাংশ জায়গা উদ্দীপিত হয় এবং ছবি বা লেখাটিকে স্থায়ী মেমরিতে রূপান্তরিত করে ফেলে। ফলে পড়াটি মস্তিষ্কতে দীর্ঘস্থায়ী হয়। সাধারণভাবেও বুঝা যায়, বইতে যেসব বিষয় ছবি দিয়ে ব্যাখ্যা করা হয় তা-ই আমাদের বেশি মনে থাকে। পরীক্ষার সময়ও চোখের সামনে বইয়ের ছবিটিই ভেসে উঠে। তাই লিখে বা ছবি এঁকে পড়া অনেক কার্যকর।

৫. কনসেপ্ট ট্রি ব্যবহার করে পড়া:[​IMG]
কোন বিষয় পড়ার আগে অধ্যায়গুলোকে কয়েকটি অংশে ভাগ করে নিলে পড়তে সুবিধা হয়। একে একটি গাছের সাথে তুলনা করা যেতে পারে। গাছটিকে একটি অধ্যায় বিবেচনা করে প্রতিটি পাতায় অংশ গুলোর একটি করে সারমর্ম লিখে পড়লে পড়া মনে রাখতে সহজ হয়। এ পদ্ধতিকে কনসেপ্ট ট্রি বলা হয়। পড়া মনে রাখতে এটি বেশ কার্যকর।

৪. পড়ার জন্য সঠিক সময় নির্বাচন করা:[​IMG]
অনেকেরই ধারণা সারাদিন-সারারাত পড়লেই পড়া বেশি মনে থাকে। এটা নিতান্তই ভুল ধারণা। কারণ সবসময় আমাদের ব্রেইন একইভাবে কাজ করতে পারে না। কিছু গবেষণায় দেখা গেছে, বিকালের পর আমাদের ব্রেইনের কার্যকারিতা বৃদ্ধি পেতে থাকে। তাই বিকালের পরে অর্থাৎ সন্ধ্যায় বা রাতে পড়া বেশি কার্যকর হয়।

৩. নিমনিক তৈরী করা:[​IMG]
আমাদের ব্রেইন আগোছালো জিনিস মনে রাখতে পারে না। তাই কোন কিছু ছক বা টেবিল আকারে সাজিয়ে নিলে কিংবা কবিতার ছন্দ বানিয়ে পড়লে তা সহজেই মনে রাখা যায়। পড়া মনে রাখার এই কৌশল কে নিমনিক (mnemonic) বলা হয়।

২. পর্যাপ্ত পরিমাণে ঘুমানো:[​IMG]
বেশ কিছু গবেষণায় দেখা গেছে, ব্রেইন যেকোন ইনফরমেশন বা তথ্যকে মেমরি বা স্মৃতিতে পরিণত করে ঘুমানোর সময়। তাই পড়া মনে রাখার জন্য পড়ালেখার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ঘুমানোও জরুরি। সাধারণত একজন সুস্থ ব্যক্তির দিনে ৮ ঘন্টার মত ঘুমানো উচিত। এর থেকে কম ঘুমালে পড়া মনে রাখার ক্ষমতা কমে যায়।

১. যা পড়েছি তা অন্যকে শেখানো:[​IMG]
পড়া মনে রাখার জন্য প্রাচীনকাল থেকেই এ পদ্ধতিটি বেশ জনপ্রিয়। নিজে যা পড়েছি বা জেনেছি তা অন্যকে শেখানোর মাধ্যমে মস্তিষ্কে আরো ভালোভাবে গেঁথে যায়। তাছাড়া অন্যকে শেখানোর ফলে নিজের দক্ষতা প্রকাশ পায় এবং পড়াটি ভালভাবে আয়ত্ত হয়েছে কিনা তাও বুঝা যায়।

#study #education #পড়া_মনে_রাখার_১০_টি_সহজ_কৌশল

মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭

পেট্রোবাংলায় (BOGMC) তে নিয়োগ বিজ্ঞপ্তি

BOGMC Job Ciercular
১৯৮০’র দশক পেট্রোবাংলার গতিশীল অনুসন্ধান কার্যক্রম প্রত্যক্ষ করে। এ সময়ে মূলাদী, বেগমগঞ্জ, সিংরা, বিয়ানীবাজার, আটগ্রাম, ফেণী, ফেঞ্চুগঞ্জ, সীতাকুন্ড, বগুড়া, কামতা, মরিচাকান্দি (মেঘনা) ও বেলাবো’তে (নরসিংদী) ১২টি অনুসন্ধান কূপ খনন করা হয় এবং বেগমগঞ্জ, বিয়ানীবাজার, ফেণী, ফেঞ্চুগঞ্জ, কামতা, মরিচাকান্দি (মেঘনা) ও বেলাবোতে (নরসিংদী) ৭টি গ্যাস ক্ষেত্র আবিস্কৃত হয়। তন্মধ্যে ফেঞ্চুগঞ্জ-২ হচ্ছে এ যাবৎ বাংলাদেশে খননকৃত (৪,৯৭৭ কি.মি.) গভীরতম কূপ।
ইত্যবসরে একটি  নতুন মাইলফলক অর্জিত হয় যখন পেট্রোবাংলা ১৯৮৬ সালের ২৩ ডিসেম্বর সিলেট নং-৭ এ প্রথম বাণিজ্যিক তৈল আধার আবিস্কার করে। ১৯৮৯ সালে প্রথমে জাতীয় অনুসন্ধান কোম্পানী এবং পরবর্তীতে অনুসন্ধান ও উৎপাদন কোম্পানী হিসেবে বাপেক্স গঠনের পর হতে কোম্পানিটি এর অনুসন্ধান ও উৎপাদন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ৪টি অনুসন্ধান কূপ খনন করে শাহবাজপুর, সালদানদী, শ্রীকাইল ও সুন্দলপুর গ্যাস ক্ষেত্র আবিস্কার করেছে।
পেট্রোবাংলায় সরকারী বিধিমোতাবেক জনবল নিয়োগরে লক্ষ্যে সকল যোগ্য বাংলাদেশী প্রার্থীদের নিকট হতে আবেদন সংগ্রহের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানের নামঃ পেট্রোবাংলা
নিয়োগের ধরণঃ স্থায়ী
পদসংখ্যাঃ ২৩টি
আবেদন শুরুর তারিখঃ ৩০ আগষ্ট ২০১৭ সকাল ১০টা।
আবেদনের শেষ তারিখঃ ২৫ সেপ্টেম্বর ২০১৭ বিকাল ৫টা।

আবেদন প্রক্রিয়াঃ
আগ্রহী প্রার্থী আবেদন করার জন্য সরকার নিয়ন্ত্রিত সাইট bogmc.teletalk.com.bd তে গিয়ে অনলাইন আবেদন ফরম পূরণ করে টেলিটক প্রি-পেইড মোবাইলে এসএমএসর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।

বিস্তরিত জানতে মূল নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুনঃ

পেট্রোবাংলায় ২৩টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৭

সোমবার, ২১ আগস্ট, ২০১৭

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড (RPGCL) এ৩৭ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

RPGCL Job Circular

পেট্রোবাংলার অঙ্গ প্রতিষ্ঠান রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড (আরপিজিসিএল)-এ স্থায়ী শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নোক্ত শর্তাদি পূরণ সাপেক্ষে অনলাইনে (Online) পদ্ধতিতে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

পদসমূহঃ সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল/কেমিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক/সিভিল/পেট্রোলিয়াম/নেভাল অার্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং), মেডিক্যাল অফিসার, সহকারী ব্যবস্থাপক (প্রশাসন), সহকারী ব্যবস্থাপক (হিসাব), সহকারী কর্মকর্তা (হিসাব), উপ-সহকারী প্রকৌশলী।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের পদগুলোতে আবেদনের জন্য ওয়েবসাইট (rpgcl.teletalk.com.bd) ঠিকানায় গিয়ে ‘অনলাইন অ্যাপ্লিকেশন ফরম’ পূরণ করতে হবে। শুরু হয়েছে ২১শে আগষ্ট ২০১৭ এবং আবেদন করা যাবে ১০ই সেপ্টেম্বর ২০১৭ তারিখ বিকাল ৫টা পর্যন্ত।

আরো বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিনঃ

RPGCL এ ৩৭ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৭

রবিবার, ৩০ জুলাই, ২০১৭

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে সহকারী জেনারেল ম্যানেজার পদে নিয়োগ

 বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চারটি পদে ৩২ জনকে নিয়োগ দেওয়া হবে।

সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন/এইচআর)

সহকারী জেনারেল ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে ৯ জন। যে কোন বিষয়ে স্নাতোক্তর হলে অথবা ৪ বছর মেয়াদী স্নাতক হলে আবেদন করা যাবে। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ৪৩ হাজার ৫০০ টাকা স্কেলে।

সহকারী জেনারেল ম্যানেজার (অর্থ-রাজস্ব/অর্থ-হিসাব)

সহকারী জেনারেল ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে ৮ জন। একাউন্ট অথবা ফিনান্স এ স্নাতোক্তর অথবা ৪ বছর মেয়াদী বিবিএ হলে আবেদন করা যাবে। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ৪৩ হাজার ৫০০ টাকা স্কেলে।

সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম/পিএন্ডএম/ইএন্ডসি)

সহকারী জেনারেল ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে ১৫ জন। ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্চিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রী থাকলে আবেদন করা যাবে। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ৪৩ হাজার ৫০০ টাকা স্কেলে।

আবেদনের বয়স

বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীদের বয়স ১৩ আগষ্ট-২০১৭ তারিখে অনূর্ধ্ব-৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের পদগুলোতে আবেদনের জন্য ওয়েবসাইট (brebhr.teletalk.com.bd) ঠিকানায় গিয়ে ‘অনলাইন অ্যাপ্লিকেশন ফরম’ পূরণ করতে হবে। আবেদন করা যাবে ১৩ আগষ্ট-২০১৭ তারিখ বিকাল ৫টা পর্যন্ত।

আরো বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিনঃ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়নে বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৭

বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭

কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি

শিক্ষা মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা পরবর্তী মাধ্যমিক খাতের জন্যে অগ্রগামী নীতি পরিকল্পনা এবং উন্নয়নে সংশ্লিষ্ট প্রশাসন। এই মন্ত্রণালয় মূলত মাদ্রাসা, কারিগরি এবং বৃত্তিমূলক (ভকেশনাল) শিক্ষা পদ্ধতিসহ অর্ন্তভূক্ত দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা নীতি প্রনয়ন এবং বাস্তবায়ন করে থাকে। এটি দেশের মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান সমূহের ব্যবস্থাপনা ও প্রশাসন পরিচালনার উদ্দশ্যে আইন, বিধি ও প্রবিধান প্রচলন করে।

বর্তমানে মন্ত্রনালয়ের অধীনে ৬১ হাজারেরও বেশি মাধ্যমিক বিদ্যালয়/মহাবিদ্যালয়/মাদ্রাস্রা এবং ৩৭টি সরকারী ও ৯০টি বেসরকারী বিশ্ববিদ্যালয় আওতাধীন রয়েছে।
অত্র মন্ত্রনালয়ের অধীনে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় ডাটা এন্ট্রি অপারেটর পদে জনবল নিয়োগ দেয়া হবে।

প্রতিষ্ঠান: কারিগরি শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়
পদ সংখ্যা: ৪টি
www.step-dte.gov.bd তে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুনঃ
ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদন পত্র ডাউনলোডঃ
ডাটা এন্ট্রি পদে আবেদন ফরম

আবেদনের শেষ তারিখ: ৩১ আগষ্ট, ২০১৭ ইং

মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭

সমাজ সেবা অধিদপ্তরে ৩০৬ জন নিয়োগ

 সমাজ সেবা অধিদপ্তর
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় অধিনস্ত বাংলাদেশ সমাজ সেবা অধিদপ্তর। গত ১৭ জুলাই ২০১৭ প্রকাশিত এ বিজ্ঞাপন অনুযায়ী ৩০ ধরনের পদে ৩০৬ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোর মধ্যে—

কারিগরি প্রশিক্ষক (উপজেলা)

স্থায়ী রাজস্বভুক্ত এই পদে নিয়োগ দেওয়া হবে ১৭৮ জন। যেকোন বোর্ড হতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী আবেদন করতে পারবে। তবে প্রার্থীকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ মাসের প্রশিক্ষণ গ্রহণের সনদ দেখাতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শী অগ্রাধিকার পাবে। আবেদনের জন্য বয়সসীমা অনূর্ধ্ব-৩০ বছর।  নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ৮ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫৭০ টাকা।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (স্থায়ী রাজস্ব)

পদটিতে নিয়োগ দেওয়া হবে ২০ জন। যেকোন বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচ.এস.সি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী আবেদন করতে পারবে। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। কম্পিউটার টাইপের গতি সর্বনিম্ন ২০ হতে হবে (বাংলা ও ইংরেজী উভয় ক্ষেত্রেই)। আবেদনের জন্য বয়সসীমা অনূর্ধ্ব-৩০ বছর।  নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।

নিরাপত্তা প্রহরী (স্থায়ী রাজস্ব)

এই পদে ১৮ জন লোকবল নেওয়া হবে। ৮ম শ্রেণী পাশ ও সুঠাম স্বাস্থ্যের অধিকারীরা আবেদন করতে পারবে। সামরিক বাহিনীর লোক অগ্রাধিকার পাবে। আবেদনের জন্য বয়সসীমা অনূর্ধ্ব-৩০ বছর।  নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।

বার্তা বাহক (স্থায়ী রাজস্ব)

পদটিতে নিয়োগ পাবেন ১০ জন। যেকোন বোর্ড হতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী আবেদন করতে পারবে। আবেদনের জন্য বয়সসীমা অনূর্ধ্ব-৩০ বছর।  নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।

বাবুর্চি (স্থায়ী রাজস্ব)

পদটিতে নিয়োগ পাবেন ৭ জন। অষ্টম শ্রেণী পাশ প্রার্থী আবেদন করতে পারবে। আবেদনের জন্য বয়সসীমা অনূর্ধ্ব-৩০ বছর।  নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।

ডাটা এন্ট্রি অপারেটর

উক্ত পদে ০৮ জন নিয়োগ পাবে। যেকোন বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচ.এস.সি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী আবেদন করতে পারবে। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। কম্পিউটার টাইপের গতি সর্বনিম্ন ২০ হতে হবে (বাংলা ও ইংরেজী উভয় ক্ষেত্রেই)। আবেদনের জন্য বয়সসীমা অনূর্ধ্ব-৩০ বছর।  নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।

সহকারী উৎপাদন কর্মকর্তা

পদটিতে ১০৫ জন নিয়োগ দেয়া হবে। টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা। আবেদনের জন্য বয়সসীমা অনূর্ধ্ব-৩০ বছর।  নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা।

সহকারী শিক্ষক

শিক্ষক পদে ৫০ জন নেয়া হবে। বি-এড সহ স্নাতক ডিগ্রী পাশ ও ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের জন্য বয়সসীমা অনূর্ধ্ব-৩০ বছর।  নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা নিম্নে উল্লেখিত সমাজসেবার টেলিটক সাইটে গিয়ে ছবি ও সিগনেচার আপলোড করে যাবতীয় ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্যাদি প্রদান পূর্বক আবেদন করতে পারবে।

অন্যান্য পদসহ বিস্তারিত জানতে dss.gov.bd ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুনঃ
সমাজসেবা অধিদপ্তরে ৩০৬ জন নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদন শুরুর তারিখঃ
২৭ জুলাই, ২০১৭ বেলা ১১ টা।

আবেদন জমার শেষ তারিখঃ
১৭ আগষ্ট, ২০১৭ রাত ১২টা।

আবেদন করার জন্য এখানে ক্লিক করুন

সোমবার, ২৪ জুলাই, ২০১৭

বাংলাদেশ পাটকল করপোরেশনে ৩৩৩ জন নিয়োগ

 বাংলাদেশ পাটকল করপোরেশনে ৩৩৩ জন নিয়োগ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পাটকল করপোরেশন। গত ১৭ জুলাই ২০১৭ প্রকাশিত এ বিজ্ঞাপন অনুযায়ী ১০ ধরনের পদে ৩৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোর মধ্যে—

সহকারী ব্যবস্থাপক (প্রশাসন ও শ্রমকল্যান)

এই পদে নিয়োগ দেওয়া হবে ০৭ জন। কলা/বাণিজ্য/বিজ্ঞান/ব্যবসায় প্রশাসন- যেকোন ডিপার্টমেন্ট হতে নুন্যতম ২য় বিভাগ বা তার সমমান রেজাল্ট থাকলেই আবেদন করা যাবে। লোক ব্যবস্থাপনা/শিল্প ব্যবস্থাপনা সনদপ্রাপ্তরা নিয়োগে অগ্রাধিকার পাবেন। আবেদনের জন্য বয়সসীমা অনূর্ধ্ব-৩০ বছর।  নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।

সহকারী প্রকৌশলি (পুর)

পদটিতে নিয়োগ দেওয়া হবে ০২ জন। সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রী অথবা সিভিলে ডিপ্লোমাসহ ৫ বছরের অভিজ্ঞতা তন্মধ্যে ৩ বছর উপ-সহকারি প্রকৌশল পদে হলে আবেদন করা যাবে। আবেদনের জন্য বয়সসীমা অনূর্ধ্ব-৩০ বছর।  নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।

সহকারী ব্যবস্থাপক (মান নিয়ন্ত্রণ)

এই পদে ০৪ জন লোকবল নেওয়া হবে। বস্ত্র প্রযুক্তিতে ডিগ্রীপ্রাপ্ত/ডিপ্লোমা অথবা প্রাসঙ্গিক ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতাসহ বস্ত্র প্রযুক্তিতে সন্দ প্রাপ্ত। আবেদনের জন্য বয়সসীমা অনূর্ধ্ব-৩০ বছর।  নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।

উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)

পদটিতে নিয়োগ পাবেন ৭০ জন। মেকানিক্যালে ডিপ্লোমা পাশ। আবেদনের জন্য বয়সসীমা অনূর্ধ্ব-৩০ বছর।  নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা।

উপ-সহকারী প্রকৌশলী (বিদুৎ)

২৫ পদে নিয়োগ দেওয়া হবে। ইলেকট্রিক্যালে ডিপ্লোমা পাশ। আবেদনের জন্য বয়সসীমা অনূর্ধ্ব-৩০ বছর।  নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা।

সহকারী হিসাব/অর্থ/নিরীক্ষা/বীমা/এমআইএস কর্মকর্তাসহকারী উৎপাদন কর্মকর্তা

উক্ত পদে ৫৫ জন নিয়োগ পাবে। বাণিজ্য বিভাগ থেকে পাশকৃতদের অগ্রাধিকার। আবেদনের জন্য বয়সসীমা অনূর্ধ্ব-৩০ বছর।  নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা।

সহকারী উৎপাদন কর্মকর্তা

পদটিতে ১০৫ জন নিয়োগ দেয়া হবে। টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা। আবেদনের জন্য বয়সসীমা অনূর্ধ্ব-৩০ বছর।  নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা।

সহকারী শিক্ষক

শিক্ষক পদে ৫০ জন নেয়া হবে। বি-এড সহ স্নাতক ডিগ্রী পাশ ও ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের জন্য বয়সসীমা অনূর্ধ্ব-৩০ বছর।  নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা নিম্নে উল্লেখিত বিজেএমসির টেলিটক সাইটে গিয়ে ছবি ও সিগনেচার আপলোড করে যাবতীয় ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্যাদি প্রদান পূর্বক আবেদন করতে পারবে।

অন্যান্য পদসহ বিস্তারিত জানতে বিজেএমসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুনঃ
পাটকল করপোরেশনে ৩৩০ জন নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদন শুরুর তারিখঃ
১৮ জুলাই, ২০১৭ বেলা ১২ টা।
আবেদন জমার শেষ তারিখঃ
১৭ আগষ্ট, ২০১৭ বিকাল ৫টা।

আবেদন করার জন্য এখানে ক্লিক করুন

বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালিক (জেনারেল) পদে ২০০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালিক (জেনারেল) পদে ২০০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি
স্বপ্নের ব্যাংকিং ক্যারিয়ার গড়ায় আগ্রহী অনভিজ্ঞ প্রার্থীদের জন্য আকর্ষণীয় পদে চাকরির সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ‘সহকারি পরিচালক (জেনারেল)’ পদে কম বেশি ২০০ জন প্রার্থী দেশের কেন্দ্রীয় ব্যাংকটিতে এই নিয়োগ পাবেন।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের যেকোনো একটি পর্যায়ে প্রথম বিভাগ বা সমমানের ফল থাকতে হবে। কোনো ক্ষেত্রেই তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না।

বয়স

১৬ জুলাই, ২০১৭ অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছর। এ ছাড়া মুক্তিযোদ্ধার সন্তান বা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন ০৮ আগষ্ট ২০১৭ পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখে নিন :
সহকারী পরিচালিক (জেনারেল) পদে ২০০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

শিক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

শিক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পদে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হয়েছে। মোট ৪টি পদে ৪৯ জন লোক নিয়োগ দেয়া হবে।

পদগুলো হচ্ছেঃ কম্পিউটার অপারেটর ২জন, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ৭জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৯জন এবং অফিস সহায়ক পদে ৩১ জন। কোটা প্রযোজ্য।

শিক্ষাগত যোগ্যতা ও অনলাইনে আবেদনের বিস্তারিত জানতে নিচের লিঙ্ক হতে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিনঃ
শিক্ষা মন্ত্রণালয়ে ৪টি পদে ৪৯ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদন পূরণের শুরু তারিখঃ 

২০-০৭-২০১৭ সকাল ১০ ঘটিকা

আবেদন পূরণের শেষ তারিখঃ 

০৭-০৮-২০১৭ সন্ধ্যা ০৬ ঘটিকা

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিরক্ষা মন্ত্রণালয়
আগরগাঁও, শেরেবাংলা নগরস্থ বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)-এর শূন্য পদসমূহের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইন-এ আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রদত্ত নিয়মাবলী অনুসরণ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন পূরণ ও ফি জমাদানের শুরুর তারিখ ও সময়ঃ 

০৬-০৭-২০১৭ সকাল ১০:০০ টা 

আবেদন পূরণ এর শেষ তারিখঃ 

০৫-০৮-২০১৭, সন্ধ্যা ০৬:০০ টা।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন/ডাউনলোড করুনঃ

স্পারসো তে নিয়োগ বিজ্ঞপ্তি